Breaking News: জোর কদমে প্র্যাকটিস করলেও এশিয়া কাপে ফিরবেন না রাহুল-শ্রেয়াস, ধোঁয়াশায় বিশ্বকাপ

বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার। গুরুতর চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দুজনেই।

আর মাত্র ২ মাসের অপেক্ষা, তারপরই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। তার আগে রয়েছে এশিয়া কাপও (Asia Cup 2023)। কিন্তু এখনো নিজেদের দল গুছিয়ে তুলতে পারেনি ভারতীয় দল। কিছু ক্রিকেটাররা একের পর এক ম্যাচে বিশ্রাম নিয়েই যাচ্ছেন। আবার কিছু ক্রিকেটার চোটের কারণে ক্রিকেটজগতের বাইরে রয়েছেন। যত দিন ঘনিয়ে আসছে, ততই চিন্তা বাড়ছে ভারতীয় দলের।

দুইদিন আগে একটি সুখবর পেয়েছিলেন ভারতীয় সমর্থকরা। খবরটি হল আয়ারল্যান্ড সিরিজে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-র দলে যোগ দেওয়ার। জসপ্রীত বুমরাহ-র কামব্যাকে ভারতীয়রা খুশি হয়েছেন ঠিকই, কিন্তু ওই সিরিজেও দলে ফেরার কোনোরকম সম্ভাবনা হয়ে ওঠেনি কেএল রাহুল (KL Rahul) এবং শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer)। বিভিন্ন খবরাখবর থেকে জানা যাচ্ছিলো, আয়ারল্যান্ড সিরিজে তারা দুইজনে না ফিরতে পারলেও, তার সপ্তাহ-খানেক পর এশিয়া কাপে ফেরার সম্ভাবনা রয়েছে তাদের।

এশিয়া কাপে কী সত্যিই ফিরবেন রাহুল-শ্রেয়াস! এবার তাদের কামব্যাক নিয়ে উঠে এল বড় আপডেট। ক্রিকবাজের (Cricbuzz) খবর অনুসারে, এশিয়া কাপেও না ফিরতে পারেন এই দুই ভারতীয় ব্যাটসম্যান। তাদের খবরাখবর থেকে জানা গেছে, এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তারা দুজনেই। যদি এমন হয়, তাহলে তা ভারতীয় দলের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে রয়েছেন কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার দুজনেই। গুরুতর চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দুজনেই। বর্তমানে নেটে রীতিমতো অনুশীলনও করছেন দুজনেই। এখন দেখার বিষয়, তারা যদি এশিয়া কাপেও না ফেরেন, তাহলে কী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে যোগ দেবেন! নাকি একেবারেই বিশ্বকাপে নামবেন দুজনেই! বর্তমানে তাদের জন্য চিন্তায় ভারতীয় দলের অধিনায়কসহ কোচ সকলেই।