ভারতের নাগরিকদের কাছে আধার কার্ড মানেই এখন সবকিছু। স্কুলে ভর্তি হোক বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা প্রায় প্রতিটি কাজেই এখন আধার কার্ড বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এমন এক গুরুত্বপূর্ণ নথি যদি ভুল হাতে চলে যায়, তাহলে সমস্যার শেষ নেই। এই ঝুঁকি এড়াতেই UIDAI, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, নিয়ে এসেছে এক নতুন ব্যবস্থা মাস্কড আধার কার্ড। এই নতুন ধরনের আধার কার্ড দেখতে অনেকটাই মূল কার্ডের মতো হলেও, একটি বড় পার্থক্য আছে। এখানে পুরো ১২ ডিজিটের আধার নম্বর দেখা যায় না শুধু শেষের চারটি ডিজিট দৃশ্যমান থাকে। তাই কেউ যদি এই কার্ড কপি করেও নেন, সেটা দিয়ে কোনো অপব্যবহার প্রায় অসম্ভব। এই মাস্কড আধার কার্ড ব্যবহার করলে নিরাপত্তার একটা বাড়তি স্তর তৈরি হয়। অনেক সময় হোটেল, হোস্টেল বা অফিসে প্রবেশের সময় আধার কার্ডের কপি জমা দিতে হয়। সেখান থেকে তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে। মাস্কড ভার্সন ব্যবহারে সেই ঝুঁকি অনেকটাই কমে যায়। তবে ব্যবহারযোগ্যতার দিক থেকে এটি একদম পিছিয়ে নেই। সরকারি কিংবা বেসরকারি, প্রায় সব অফিসেই মাস্কড আধার কার্ড স্বীকৃত। আর যদি কোথাও এটি গ্রহণ না করা হয়, তাহলে UI...