ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel আবারও নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। এবার সংস্থার দুটি নির্দিষ্ট প্রিপেইড প্ল্যানের সঙ্গে মিলছে Amazon Prime Lite-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন। মানে, যদি আপনি অ্যামাজন প্রাইম ভিডিও দেখতে পছন্দ করেন বা প্রাইম ডেলিভারির সুবিধা চান, তা হলে এই অফার একদম আপনার জন্য।
এই দুটি প্ল্যানে শুধু প্রাইম সাবস্ক্রিপশনই নয়, থাকছে আনলিমিটেড ডেটা, কল ও এসএমএস সুবিধাও। একটু ভালো করে দেখে নেওয়া যাক কোন প্ল্যানে কী কী থাকছে-
এয়ারটেলের ₹৮৩৮ প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং দৈনিক ১০০টি এসএমএস পাওয়া যায়। ভ্যালিডিটি ৫৬ দিন। সেই সঙ্গে, এই সময়সীমার মধ্যেই Amazon Prime Lite সাবস্ক্রিপশন ফ্রি-তে ব্যবহার করা যাবে।
এয়ারটেলের ₹১১৯৯ প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস প্রতিদিন দেওয়া হয়। এই প্ল্যানটির মেয়াদ ৮৪ দিন, আর Prime Lite সাবস্ক্রিপশনও থাকবে পুরো ওই সময়জুড়ে।
আসলে ব্যাপারটা এখানেই শেষ নয়। এই দুই প্ল্যানেই Airtel দিচ্ছে আনলিমিটেড 5G ডেটা— তবে শর্ত একটাই, আপনার প্ল্যানটি হতে হবে দৈনিক কমপক্ষে ২ জিবি ডেটা যুক্ত। যারা ফাস্ট ডেলিভারি চান, কিংবা Amazon Prime Video, Prime Music-এর মতো অ্যাপ নিয়মিত ব্যবহার করেন, তাদের জন্য এই অফার নিঃসন্দেহে লাভজনক।
কীভাবে পাওয়া যাবে Amazon Prime Lite সাবস্ক্রিপশন?
প্রক্রিয়াটা খুবই সহজ। শুধু Airtel Thanks অ্যাপটি ফোনে ইনস্টল করে নিতে হবে।
-
প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Airtel Thanks অ্যাপ ডাউনলোড করুন
-
আপনার Airtel নম্বর দিয়ে লগ-ইন করুন
-
"Rewards" সেকশনে যান
-
যেখানে Amazon Prime Lite-এর অফারটি দেখতে পাবেন, সেটিতে ক্লিক করে “Claim Now” বাটনে ট্যাপ করুন
-
ব্যস! উপভোগ করুন বিনামূল্যে ৯০ দিনের সাবস্ক্রিপশন
সব মিলিয়ে, Airtel-এর এই অফারটা যাদের ডেটা ব্যবহার বেশি, আর Amazon-এর পরিষেবা নিয়মিত দরকার, তাদের জন্য একরকম স্মার্ট প্যাকেজ বলা যায়। তবে এমন সুযোগ বারবার আসে না— তাই আগ্রহ থাকলে, দেরি না করে একবার দেখে নেওয়াই ভালো।