১ হাজার টাকার কমে জিও, এয়ারটেল ও Vi দিচ্ছে চমৎকার ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান, ফ্রি কলিং, 5G ডেটা, ওটিটি অ্যাপসের সাবস্ক্রিপশনসহ

প্রিপেইড প্ল্যানের বাইরে ভারতের টেলিকম কোম্পানিগুলো এখন পোস্টপেইড গ্রাহকদের জন্য দারুণ সব অফার নিয়ে এসেছে। বিশেষ করে যদি আপনি এমন কোনও প্ল্যান খুঁজে থাকেন যেখানে একাধিক সিম চালানো যায়, তবে জিও, এয়ারটেল আর ভোডাফোন-আইডিয়ার (Vi) কাছে কিছু দারুণ অপশন আছে। ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস আর বিনামূল্যে ওটিটি অ্যাপসের সাবস্ক্রিপশন সবই মিলছে একসঙ্গে। সবচেয়ে ভালো দিক? এগুলোর মাসিক খরচ ১ হাজার টাকারও কম।



জিওর ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান:

জিও দুইটি পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান অফার করছে ৪৪৯ টাকা ও ৭৪৯ টাকা মূল্যের।

৪৪৯ টাকার প্ল্যানে মূলত ৭৫ জিবি ডেটা দেওয়া হয়। ডেটা শেষ হয়ে গেলে প্রতি জিবির জন্য ১০ টাকা খরচ হবে। যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাচ্ছেন। এখানে তিনটি অতিরিক্ত সিম যোগ করার সুযোগ রয়েছে, প্রতিটি সিমে মাসে ৫ জিবি করে ডেটা। প্রতিটি অ্যাড-অন সিমের জন্য মাসে ১৫০ টাকা চার্জ প্রযোজ্য। এছাড়া, ১০০টি ফ্রি এসএমএস প্রতিদিন আর আনলিমিটেড কলিং সুবিধা তো থাকছেই। ওটিটির মধ্যে থাকছে জিও সিনেমা ও হটস্টার অ্যাক্সেস।

৭৪৯ টাকার প্ল্যানে ডেটা আরও বেশি ১০০ জিবি। অন্যান্য সুবিধাগুলো প্রায় একই, তবে এর সঙ্গে থাকছে ২ বছরের জন্য Amazon Prime Lite এবং Netflix (বেসিক) সাবস্ক্রিপশন।

এয়ারটেলের ফ্যামিলি প্ল্যান:

এয়ারটেলও দিচ্ছে দুটি অপশন ৬৯৯ ও ৯৯৯ টাকায়।

৬৯৯ টাকার প্ল্যানে আপনি পাচ্ছেন একটি মূল সিমের সঙ্গে একটি ফ্রি অ্যাড-অন সিম। এখানে মোট ডেটা ১০৫ জিবি, যার মধ্যে ৭৫ জিবি মূল ব্যবহারকারীর জন্য আর ৩০ জিবি অ্যাড-অন সিমের জন্য। কলিং ও এসএমএস আনলিমিটেড। ওটিটি সাবস্ক্রিপশনের মধ্যে আছে ৬ মাসের Amazon Prime আর ১ বছরের জন্য হটস্টার।

৯৯৯ টাকার প্ল্যানে অ্যাড-অন সিম হয় দুটি। ডেটা ভাগ হয় ৯০ জিবি প্রাইমারি ইউজার, ৩০-৩০ জিবি অতিরিক্ত সিমগুলোর জন্য।

ভোডাফোন-আইডিয়ার অফার:

Vi এর ৭০১ ও ৮৭১ টাকার পোস্টপেইড প্ল্যানেও থাকছে ফ্যামিলি কভারেজ। দুটি সিম পাওয়া যাবে, আর মূল গ্রাহক পাবেন ৭০ জিবি ডেটা। রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেওয়া হয় যা অনেকের কাছেই বাড়তি সুবিধা। এছাড়া থাকছে ৩০০০টি এসএমএস ও আনলিমিটেড কলিং। ওটিটি সাবস্ক্রিপশনের ক্ষেত্রে নিজের পছন্দমতো অ্যাপ বেছে নেওয়ার সুযোগ আছে, যার মধ্যে Netflix ও Amazon Prime অন্তর্ভুক্ত।

সব মিলিয়ে, যারা পরিবার বা একাধিক ডিভাইসের জন্য একসঙ্গে কানেক্টিভিটি খুঁজছেন, তাদের জন্য এই প্ল্যানগুলো যথেষ্ট আকর্ষণীয়। তবে কোনটা আপনার জন্য সেরা হবে, তা নির্ভর করছে আপনার চাহিদা আর ব্যবহারের ধরনে।

Previous Post Next Post