মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের নেতৃত্বে এখন একেবারে তুফানে আছেন ফাফ ডু প্লেসিস। বয়স ৪০ পেরোলেও তাঁর ব্যাটিংয়ে একটুও ভাটা নেই বরং বললে কম বলা হয়। রোববার আবার এক বিস্ফোরক ইনিংস খেলে টি২০ ক্রিকেটে এমন একটা নজির গড়লেন, যা আগে কেউ করতে পারেননি।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এমআই নিউ ইয়র্কের বিপক্ষে খেলতে নেমে ডু প্লেসিস ৫৩ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এটা তাঁর চলতি লিগে দ্বিতীয় সেঞ্চুরি। অবাক করার মতো ব্যাপার হলো, তিনি প্রথম ক্রিকেটার যিনি ৪০ বছর বয়স পার করে পেশাদার টি২০ ক্রিকেটে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। জুলাইয়ের ১৩ তারিখে তাঁর বয়স হবে ৪১, কিন্তু মাঠে তাঁর শরীরী ভাষা বা ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই।
এখানেই শেষ নয়। ফাফ এখন টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও। এই ইনিংসটি ছিল তাঁর অষ্টম সেঞ্চুরি ক্যাপ্টেন হিসেবে। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন মাইকেল ক্লিঙ্গার ও বাবর আজম, দুজনেই করেছেন সাতটি করে সেঞ্চুরি। তাঁদের এবার পেছনে ফেললেন ফাফ।
বিরাট কোহলি? তাঁর সেঞ্চুরির সংখ্যা এখানে মাত্র পাঁচ। যদিও কোহলির নাম আছে, কিন্তু দৌড়ে অনেকটাই পিছিয়ে তিনি।
এদিকে, মেজর লিগ ক্রিকেটে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার এখন ডু প্লেসিস। ফিন অ্যালেন সেখানে দু’টি সেঞ্চুরি করেছেন, তবে সেটা এখন ফাফের সামনে খুবই ছোট বলে মনে হচ্ছে।
বোঝাই যাচ্ছে, বয়সটা কেবল একটা সংখ্যা, আর ডু প্লেসিস সেটাই যেন আবার প্রমাণ করে দিলেন। প্রশ্ন হলো, এভাবে আগুন ঝরানো ব্যাটিং কতদিন চলবে? কে জানে! তবে আপাতত এই রেকর্ডগুলো তাঁর ঝুলিতে থাকছে।