এক বছর পূর্তি তে উদযাপন, রাবড়ি-মিষ্টির মাঝে রসিকতা—জাডেজাকে প্যান্টের ট্রল!

ঠিক এক বছর কেটে গেল ভারত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ২৯ জুন। সেই স্মরণীয় মুহূর্তের বর্ষপূর্তিতে ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেটাররা ছোটখাটো একটা কেক কাটার অনুষ্ঠান করে স্মৃতিচারণ করলেন। আর সেখানেই ঘটল এক মজার ঘটনা ঋষভ প্যান্ট মজা করে রাবিন্দ্র জাডেজাকে ট্রল করলেন!



স্মরণ করিয়ে দেওয়া যাক, সেই শিরোপা জয়ের পরপরই জাডেজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। তাঁর পথ ধরেই বিরাট কোহলি ও রোহিত শর্মাও ছোট ফরম্যাটটিকে বিদায় জানান। যদিও কোহলি আর রোহিত এখন টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন, তাই তারা ইংল্যান্ড সফরে নেই। তবে জাডেজা দলে আছেন, আর সেই সুযোগে প্যান্টের ট্রল "হ্যাপি রিটায়ারমেন্ট!" বলে কেক খাওয়ানো!

জাডেজা অবশ্য হেসে জবাব দেন "আমি এখনো একটাই ফরম্যাট থেকে অবসর নিয়েছি!" বুঝিয়ে দেন, এখনও তিনি পুরোপুরি বিদায় বলেননি।

এই কেক কাটার মুহূর্তের একটি ভিডিও বিসিসিআই তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছে। ভিডিওতে দেখা যায়, প্রথমে কেউই কেক কাটতে এগোচ্ছিল না। অর্শদীপ এগোতেই কেউ বলে ওঠে, "বুমরাহ তো প্লেয়ার অফ দ্য সিরিজ!" তখন অর্শদীপ পিছিয়ে যান, আর কেক কাটেন বুমরাহ ও মহম্মদ সিরাজ।

এরপর সবাই মিলে একে অপরকে কেক খাওয়াতে শুরু করে। ঠিক তখনই আসে সেই হাসির মুহূর্ত—প্যান্ট ও বুমরাহ মিলে জাডেজাকে ‘রিটায়ারমেন্ট’ উপলক্ষে কেক খাওয়াচ্ছেন। হাসির ছলে হলেও সেই মুহূর্তটা ছিল বন্ধুত্বের নিখাদ চিত্র।

এদিকে ইংল্যান্ড সিরিজে ভারত এখন ০-১ পিছিয়ে। দ্বিতীয় টেস্ট শুরু ২ জুলাই, এজবাস্টনে। লক্ষ্য—জয় দিয়ে সমতা ফিরিয়ে আনা। তবে এজবাস্টন ভারতের জন্য শুভস্থান নয়। ১৯৬৭ সালে প্রথমবার এই মাঠে টেস্ট খেলেছিল ভারত, তারপর থেকে একবারও জিততে পারেনি। তাই ইতিহাসকে পাল্টানোই এবার রোহিতবিহীন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জিততে হলে শুধু স্কিল নয়, দরকার হবে মনোবলও। দেখা যাক, কেক পার্টির এই ইতিবাচক স্পিরিট মাঠেও দেখা যায় কি না।

Previous Post Next Post