টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ নতুন এক মাইলফলক ছুঁয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েওতে খেলতে নেমে তিনি তুলে নিয়েছেন নিজের ২০০তম উইকেট। এই কীর্তির মাধ্যমে তিনি হলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম স্পিনার এবং মোট নবম বোলার, যিনি টেস্টে ২০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন।
ভারতের দিকে নজর দিলে দেখা যায়, এখন পর্যন্ত ১২ জন ভারতীয় বোলার এই মাইলফলক পার করেছেন। তবে চমকপ্রদ ব্যাপার হলো এই তালিকায় এখনো সক্রিয় আছেন মাত্র তিনজন।
শীর্ষে আছেন কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে। ১৩২টি টেস্ট খেলে তিনি নিয়েছেন ৬১৯টি উইকেট। রীতিমতো অবিশ্বাস্য এক রেকর্ড! এরপরেই আছেন আরেক স্পিনার, আর. অশ্বিন। ১০৬ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৫৩৭ উইকেট।
তৃতীয় স্থানে আছেন অলরাউন্ডার কাপিল দেব। তিনি ১৩১ টেস্টে শিকার করেছেন ৪৩৪ উইকেট। অফ স্পিনার হরভজন সিংও আছেন তালিকায়, ১০৩ ম্যাচে ৪১৭ উইকেট নিয়ে তিনি আছেন চতুর্থ স্থানে।
রবীন্দ্র জাদেজার নামও উঠে এসেছে এই গর্বের তালিকায়। ৮১ টেস্টে তার শিকার ৩২৪ উইকেট। তিনি এখন ইংল্যান্ড সফরে আছেন, যেখানে চলতি পাঁচ ম্যাচের সিরিজে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট খেলা শুরু হবে বুধবার থেকে। উল্লেখ্য, ভারত লিডস টেস্টে হেরে গেছে।
তালিকায় আরও আছেন জাহির খান (৯২ ম্যাচে ৩১১ উইকেট), ইশান্ত শর্মা (১০৫ ম্যাচে ৩১১ উইকেট), এবং সাবেক অধিনায়ক বিষেণ সিং বেদি, যিনি ৬৭ ম্যাচে ২৬৬ উইকেট নিয়েছেন।
আরও রয়েছেন বিখ্যাত লেগস্পিনার বিএস চন্দ্রশেখর (৫৮ ম্যাচে ২৪২ উইকেট), জাভাগাল শ্রীনাথ (৬৭ ম্যাচে ২৩৬ উইকেট), এবং মোহাম্মদ শামি (৬৪ ম্যাচে ২২৯ উইকেট)।
সবশেষে, জসপ্রীত বুমরাহ। মাত্র ৪৬ টেস্টে তিনি নিয়েছেন ২১০ উইকেট। ইংল্যান্ড সফরে গিয়ে লিডস টেস্টের প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট।
এদের পারফরম্যান্স দেখে একটা ব্যাপার পরিষ্কার ভারতের পেস ও স্পিন আক্রমণ যুগে যুগে বিশ্ব ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সক্রিয়দের মধ্যে কে কতদূর এগোতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।