ভারতীয় রেলওয়ের টিকিট বুকিংয়ে আসছে বড় পরিবর্তন। ২০২৫ সালের ১ জুলাই থেকে যারা তৎকাল টিকিট কাটতে চান, তাদের জন্য বাধ্যতামূলক হচ্ছে IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা। অর্থাৎ, আধার না থাকলে আর তৎকাল টিকিট কাটা যাবে না কমপক্ষে অনলাইন তো নয়ই। শুধু তাই নয়, ১৫ জুলাই থেকে চালু হচ্ছে OTP ভিত্তিক যাচাই ব্যবস্থা, যেখানে আধারে নিবন্ধিত মোবাইল নম্বরে আসবে একটি ওটিপি, তা না দিলে বুকিং হবে না।
এই নিয়ম হঠাৎ কেন?
রেলওয়ের দাবি, তৎকাল টিকিটের ক্ষেত্রে দালালদের সক্রিয়তা বাড়ছিল। ফেক আইডি আর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে অনেক সময়েই সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছিলেন না। আধার-ভিত্তিক যাচাই প্রক্রিয়া চালু করলে, কেবল সত্যিকারের ব্যবহারকারীরাই সুবিধা পাবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ।
তাহলে কীভাবে আধার লিঙ্ক করবেন IRCTC-তে?
স্টেপ ১: প্রথমে IRCTC-এর ওয়েবসাইট বা অ্যাপে লগইন করুন। তারপর 'My Account' বা 'My Profile' সেকশনে যান।
স্টেপ ২: সেখানে ‘Link Aadhaar’ বা ‘Add Aadhaar’ অপশনটি পাবেন। নিজের ১২ সংখ্যার আধার নম্বর দিন এবং সাবমিট করুন।
স্টেপ ৩: আধারে যুক্ত মোবাইলে একটি OTP আসবে। সেটি দিয়ে যাচাই সম্পন্ন করুন।
স্টেপ ৪: যাচাই শেষ হলে আপনার আধার লিঙ্ক হয়ে যাবে। 'My Profile' সেকশনে গিয়ে KYC স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
যদি আধার লিঙ্ক না করেন?
তাহলে পরিষ্কারভাবে বললে, ১ জুলাইয়ের পর থেকে আপনি IRCTC-র মাধ্যমে তৎকাল টিকিট বুক করতে পারবেন না। ১৫ জুলাইয়ের পর, আধার সংযুক্ত মোবাইলে আসা OTP না দিলে বুকিং হবে না। আধার যদি এখনো কোনও সক্রিয় মোবাইল নম্বরের সঙ্গে না থাকে, তাহলে সময় থাকতে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে নম্বর আপডেট করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
এই পরিবর্তন যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে, নাকি ঝামেলা বাড়াবে—তা সময়ই বলবে। তবে রেলওয়ে স্পষ্টভাবে বলছে, ফেয়ার ব্যবহার নিশ্চিতে এই পদক্ষেপ জরুরি।