ক্রিকেটার জসপ্রীত বুমরাহ ও স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশন তাঁদের প্রেমকাহিনি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন হরভজন সিং ও গীতা বসরার টক শো ‘হু ইজ দ্য বস’-এ। যতটা সহজ ভাবে তাঁরা গল্প বললেন, বাস্তবে সবটা ছিল তার উল্টো সংকট, সময়ের চাপ, আর অনেকটা গোপনীয়তা।
প্রথম থেকেই সম্পর্কটা বেশ গোপনেই রেখেছিলেন তাঁরা। এমনকি, হরভজন নিজেও অবাক হয়ে বললেন "দুই দিন আগে জানলাম ওর বিয়ে!" বুমরাহের বিয়ের খবর এতটা লুকিয়ে রাখা যাবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর কথায়, "দুলহন আমাদের চেনা, অথচ কিছু টের পাইনি!"
এ নিয়ে সঞ্জনা জানান, তাঁরা ইচ্ছে করে কিছু লুকোননি, শুধু সোশ্যাল মিডিয়ায় প্রচার না করেই চুপচাপ ছিলেন। কাছের মানুষজন পরিবার, বন্ধুবান্ধব, এমনকি কয়েকজন প্রোডিউসার জানতেন। কিন্তু যেহেতু দুজনেই ক্রিকেট দুনিয়ার সঙ্গে জড়িত, কেউ আলাদা করে কিছু সন্দেহ করেননি।
বুমরাহ জানান, একবার তিনি সঞ্জনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আর তাঁর সঙ্গে ছিলেন অজিঙ্ক রাহানে। তখনও রাহানে বুঝতে পারেননি ওদের সম্পর্কের ব্যাপারটা মনে করেছিলেন, বুঝি কোনো ইন্টারভিউ হচ্ছে!
সবচেয়ে ইন্টারেস্টিং অংশ অবশ্য বুমরাহর প্রপোজালের গল্প। সময়টা ছিল কোভিডের, বায়ো-বাবলে আটকে সব দল। সঞ্জনা তখন কেকেআরে, বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সে। তাঁরা তখন আবুধাবিতে। দেখা-সাক্ষাৎ প্রায় অসম্ভব। তবুও বুমরাহ মনে মনে ঠিক করেছিলেন টুর্নামেন্ট শেষে যদি সুযোগ পান, প্রপোজ করবেন। সঙ্গে এনেছিলেন একটি বিশেষ আংটি।
শেষ পর্যন্ত যখন কেকেআর ছিটকে গেল, তখনই সুযোগটা এল। বুমরাহ নিজেই সব ব্যবস্থা করেন রুম সাজানো, কেক আনা, ক্যান্ডেল জ্বালানো, একেবারে ফিল্মি স্টাইলে প্রপোজ। সঞ্জনা বলেন, “আমি রুমে ঢুকতেই ও বলে, ‘চলো, বারান্দায়।’ আমি ভাবছিলাম, কম করে একটা গ্লাস জল তো দাও আগে!”
২০২১ সালে, প্রায় দুই বছরের ডেটিংয়ের পর বুমরাহ ও সঞ্জনা বিবাহবন্ধনে আবদ্ধ হন, একেবারে ঘরোয়া 'আনন্দ কারজ' অনুষ্ঠানে। ২০২৩ সালে তাঁদের পুত্র সন্তান, ছোট্ট ‘অঙ্গদ’-এর জন্ম হয়।
এই গল্পটা ঠিক সিনেমার মতোই কঠিন সময়, গোপন ভালোবাসা আর অবশেষে একসাথে পথচলা শুরু।