ডেটা খরচে যারা একটু বেশি, তাদের জন্য সুখবর। জিও ও ভোডাফোন-আইডিয়া (Vi) এবার তাদের নির্দিষ্ট কিছু প্রিপেইড প্ল্যানে দিচ্ছে ৫০ জিবি পর্যন্ত এক্সট্রা ডেটা একেবারে ফ্রি! শুধু তাই নয়, অনেক প্ল্যানে রয়েছে ওটিটি অ্যাক্সেস, আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুবিধাও। কিছু প্ল্যান আবার দীর্ঘ মেয়াদী একটানা ৩৬৫ দিন পর্যন্ত চলবে। প্ল্যানগুলো দেখে নেওয়া যাক এক নজরে।
জিওর চমকদার প্ল্যানগুলো:
₹৪৯৫ প্ল্যান:
এই প্ল্যানটির বৈধতা ২৮ দিনের। প্রতিদিন ১.৫জিবি ডেটা ছাড়াও জিও দিচ্ছে অতিরিক্ত ৫জিবি ডেটা। প্ল্যানে আছে জিও গেমস ক্লাউড, জিও টিভি ও হটস্টার অ্যাক্সেস—সবই বিনামূল্যে। আনলিমিটেড কলিং তো থাকছেই।
₹৫৪৫ প্ল্যান:
একইরকম ২৮ দিনের বৈধতাসম্পন্ন এই প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটার সঙ্গে মিলছে অতিরিক্ত ৫জিবি। ওটিটি দিক থেকেও রয়েছে পুরোদমে সুবিধা—জিও গেমস, টিভি এবং হটস্টার সবই ফ্রি। কলিং ফিচার তো আছেই।
₹৮৯৯ প্ল্যান:
যাদের একটু দীর্ঘমেয়াদি প্ল্যান দরকার, তাদের জন্য এটি হতে পারে আদর্শ। ৯০ দিনের জন্য প্রতিদিন ২জিবি ডেটার পাশাপাশি মিলছে ২০জিবি এক্সট্রা। যেসব ইউজার যোগ্য, তাদের জন্য রয়েছে আনলিমিটেড ৫জি ডেটা। ওটিটি হিসেবে থাকছে হটস্টার এবং অবশ্যই আনলিমিটেড কলিং।
Vi-এর আকর্ষণীয় অফার:
₹১৭৪৯ প্ল্যান:
১৮০ দিনের জন্য প্রতিদিন ১.৫জিবি ডেটা দিচ্ছে এই প্ল্যানটি। প্রথম ৪৫ দিনের জন্য Vi দিচ্ছে অতিরিক্ত ৩০জিবি ডেটা। কলিং একদম ফ্রি।
₹৩৪৯৯ প্ল্যান:
একেবারে পুরো এক বছর—৩৬৫ দিনের জন্য প্রতিদিন ১.৫জিবি ডেটা সহ মিলছে আরও ৫০জিবি এক্সট্রা ডেটা। সাথে আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস।
₹৩৭৯৯ প্ল্যান:
এই হাই-এন্ড প্ল্যানটিও ৩৬৫ দিনের জন্য। প্রতিদিন ২জিবি ডেটা এবং ৫০জিবি এক্সট্রা তো থাকছেই, সাথে এক বছর মেয়াদি অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে। কলিং ও এসএমএস সম্পূর্ণ ফ্রি।