নতুন Nothing Phone 3 বাজারে পা রাখার একদিন আগে, পুরনো মডেল Nothing Phone 2-কে নিয়ে বড়সড় চমক দিল কোম্পানি। ডিজাইন আর ইউনিক লুকের জন্য যার এতদিন দাম ছিল প্রায় ৪৫ হাজার টাকার কাছাকাছি, সেই ফোনটাই এখন পাওয়া যাচ্ছে মাত্র ₹28,999 টাকায়! সরাসরি প্রায় ₹16,000 ছাড় এ রকম সুযোগ তো রোজ আসে না।
এই অফার শুধুই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। তবে এখানেই শেষ নয়। ব্যাংক অফারে আরও ₹1,000 পর্যন্ত ছাড়, আর পুরোনো ফোন এক্সচেঞ্জ করলেই মিলতে পারে অতিরিক্ত ₹20,000 পর্যন্ত ছাড়। একটু হিসেব করলেই বোঝা যায় এই ফোন এখন যে দামে পাওয়া যাচ্ছে, সেটা একেবারে steal deal।
তাহলে Nothing Phone 2-তে কী কী থাকছে?
এই ফোনে আছে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz স্ক্রলিং হবে নরম-মসৃণ, চোখে আরাম। ক্যামেরার দিকেও পিছিয়ে নেই এটি। রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, যার মধ্যে 50MP Sony IMX890 সেন্সর OIS ও EIS সাপোর্ট করে, সঙ্গে আরও একটি 50MP আলট্রা-ওয়াইড লেন্স। সামনে 32MP সেলফি ক্যামেরা, আর ভিডিও রেকর্ডিং সম্ভব 1080p-তে।
ব্যাটারি ক্যাপাসিটিও যথেষ্ট: 4700mAh। 45W ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং—সবই রয়েছে। চিপসেট হিসেবে থাকছে Snapdragon 8+ Gen 1, আর সঙ্গে Adreno 730 GPU, যা গেমিং বা হেভি টাস্কেও ঠিকঠাক পারফর্ম করবে। ওপরে ট্রান্সপারেন্ট ব্যাক আর গ্লিফ লাইট দেখতেও আলাদা।
কাল আসছে Nothing Phone 3 – কী থাকবে নতুন?
Nothing এবার বেশ বড়সড় আপগ্রেড আনছে সেটা স্পষ্ট। সূত্র অনুযায়ী, এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট, যা আগের 778G-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। ক্যামেরা সেকশনে সবচেয়ে বড় চমক ৫০MP-এর পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এটা Nothing-এর কোনো ফোনে প্রথমবার যুক্ত হচ্ছে।
এছাড়া আরও দুটো ৫০MP সেন্সর একটা প্রাইমারি ও আরেকটা আলট্রা-ওয়াইড, এবং সামনে সেলফির জন্যও ৫০MP ক্যামেরা থাকতে পারে।
সবমিলিয়ে, Phone 2-এর দাম কমার এই টাইমিং একেবারে ক্যালকুলেটেড মনে হচ্ছে। কেউ যদি নতুন মডেল না দেখে থাকতে না পারেন, কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যারা বাজেট-ফ্রেন্ডলি ফ্ল্যাগশিপ চান এই ছাড় মিস করাটা হয়তো একটু আফসোসের কারণ হয়ে যেতে পারে।