যদি আপনি নতুন একটি ওয়ানপ্লাস ফোন কেনার কথা ভাবছেন, তাহলে এই সুযোগটা হাতছাড়া না করাই ভালো। কারণ, অ্যামাজনে এখন ওয়ানপ্লাস নর্ড সিরিজের দুটি জনপ্রিয় মডেল Nord 4 5G এবং Nord CE 4 এ মিলছে বেশ মোটা ছাড়।
এই অফারে দুই ফোনেই সর্বোচ্চ ৪,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। এর সঙ্গে আছে ক্যাশব্যাক এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাসও। অবশ্য এক্সচেঞ্জের অতিরিক্ত ছাড়টা আপনি কতটা পাবেন, সেটা নির্ভর করবে আপনার পুরনো ফোনের অবস্থা, ব্র্যান্ড আর কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর।
OnePlus Nord 4 5G:
এই ফোনের ৮ জিবি RAM আর ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ₹২৯,৪৯৮। তবে ৩০ জুন পর্যন্ত ব্যাংক অফারের আওতায় ৪,৫০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া কোম্পানি দিচ্ছে ৮৮৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এক্সচেঞ্জ অফারে যদি পুরনো ফোনটা ভালো অবস্থায় থাকে, তাহলে প্রায় ₹২৮,০০০ পর্যন্ত ছাড় মিলে যেতে পারে যা সত্যি বলতে বেশ চমকপ্রদ।
ডিসপ্লের দিকে নজর দিলে, এখানে আছে ১২০Hz রিফ্রেশ রেটের AMOLED স্ক্রিন। ক্যামেরার দিকেও ছাড় নেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে এতে। ব্যাটারিও জোরালো—৫,৫০০mAh, যার সঙ্গে থাকছে ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি, ফোনটি মাত্র ২৮ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। এত কম সময়ে এত পাওয়ার? হ্যাঁ, একটু অবিশ্বাস্য শোনালেও, ওয়ানপ্লাস সেটাই বলছে।
OnePlus Nord CE 4:
এই মডেলটির ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ₹২১,৯৯৭ টাকায়। তবে ব্যাংক ডিসকাউন্টে এখানে ২,০০০ টাকা ছাড় মিলছে, সঙ্গে থাকছে ৬৫৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এক্সচেঞ্জ অফার এখানে আরও সাশ্রয়ী করে তুলতে পারে দামটাকে।
এই ফোনেও মিলছে ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 7 Gen 3, আর ব্যাটারি সেই একই ৫,৫০০mAh, ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ।
সবমিলিয়ে, যারা মিড-রেঞ্জে শক্তিশালী পারফরম্যান্স আর দুর্দান্ত চার্জিং স্পিড খুঁজছেন, তাদের জন্য এই ডিলগুলো একেবারে মিস করার মতো না। অবশ্য, ডিসকাউন্ট ও এক্সচেঞ্জের ফাইনাল ফিগারগুলো চেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ।