Oppo ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর, এই মডেলগুলো পাবে না Android 16 আপডেট

Oppo স্মার্টফোন ব্যবহারকারীরা এবার একটু হতাশ হতে পারেন। Android 16-এর স্টেবল ভার্সন জুন মাসে বাজারে এসেছে, আর অনেকেই আশা করছিলেন যে খুব তাড়াতাড়িই তাদের ফোনে এই আপডেট চলে আসবে ColorOS 16-এর রূপে। কিন্তু সব ফোনে এই সুবিধা মিলছে না এমনটাই দাবি করেছে Gizmochina-এর একটি সাম্প্রতিক রিপোর্ট।



আসলে Oppo তাদের পুরনো মডেলগুলোর জন্য নতুন OS আপডেট দেওয়ার ব্যাপারে বেশ সীমাবদ্ধ। ফলে অনেক ফোনই এবার Android 16 আপডেট থেকে বাদ পড়েছে।

কোন ফোনগুলো বাদ পড়ছে?

Find N ও Find X সিরিজ:

ফ্ল্যাগশিপ হিসেবেই পরিচিত Find N এবং Find X সিরিজের কিছু মডেল—যেমন Find N, Find X5, X5 Pro, ও X5 Lite—Android 16 আপডেট পাবে না। একটু পুরনো হয়ে গেছে, তাই হয়তো কোম্পানির দৃষ্টিতে এগুলোর হার্ডওয়্যার নতুন সফটওয়্যারের সঙ্গে খাপ খাওয়াতে পারবে না।

Reno সিরিজের কয়েকটি ফোন:

Reno 9, Reno 9 Pro, Reno 10 ও 10 Pro – এই মডেলগুলোর জন্যও আপডেট নেই। যদিও এগুলো খুব পুরনো নয়, 2023-24 সালের মধ্যে লঞ্চ হয়েছে, তবুও এসব মডেলকে এবার বাদ দেওয়া হয়েছে ColorOS 16 তালিকা থেকে।

F এবং K সিরিজ:

বাজেট ফ্রেন্ডলি সিরিজ হলেও জনপ্রিয়তা ছিল যথেষ্ট। F21 Pro, F23, F21 Pro 5G, K10, K10 Pro, K11 ও K11x – এদেরও Android 16 আপডেট থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে ব্যবহারকারীরা নতুন কোনো ফিচার বা নিরাপত্তা উন্নয়নের স্বাদ পাবেন না।

Oppo Pad সিরিজ:

ট্যাবলেটের দিকেও ছাড় নেই। Oppo Pad 2, Pad Air, Pad Air 2 এবং Pad Neo – এগুলোও আপডেট পাচ্ছে না। মানে স্পষ্ট, পুরনো ট্যাবগুলোকে আর অতটা গুরুত্ব দিচ্ছে না Oppo।

Android 16-এর কী থাকছে যা বাদ পড়লেই মিস করবেন?

এই আপডেটের সঙ্গে থাকছে স্মার্ট UI, উন্নত প্রাইভেসি কন্ট্রোল, এবং AI-ভিত্তিক বেশ কিছু সুবিধা। তাছাড়া নিরাপত্তা দিক থেকেও এটি একধাপ এগিয়ে। কিন্তু যেসব ডিভাইস আপডেট পাচ্ছে না, তারা ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে একটা চিন্তার বিষয় তো বটেই।

যদি আপনার ফোন এই তালিকায় না থাকে, তাহলে এখনই একবার Settings → Software Update-এ গিয়ে দেখে নিতে পারেন, কোনো নতুন আপডেট এসেছে কিনা। আপনার ফোন কতটা “ফিউচার-রেডি”, সেটা বুঝে নেওয়ার এটাও একটা ভালো সময়।

Previous Post Next Post