রিয়েলমি আনছে নতুন চমক: যুব সমাজের জন্য এআই-পার্টি ফোন ‘Realme 15’ সিরিজ শিগগিরই বাজারে

স্মার্টফোন ব্র্যান্ড Realme আবারও শিরোনামে। এবারে তারা ভারতের বাজারে নিয়ে আসছে তাদের আলোচিত Realme 15 সিরিজ, যার মধ্যে রয়েছে Realme 15 Pro 5G এবং Realme 15 5G। তবে পুরো সিরিজের মধ্যেই নজর কাড়ছে ‘Realme 15 Pro’, যাকে ব্র্যান্ডের তরফে "সবচেয়ে অ্যাডভান্সড AI পার্টি ফোন" বলা হচ্ছে। আর এমন দাবি শুনে তরুণদের মধ্যে কৌতূহল না জাগাটাই বরং অস্বাভাবিক।



এই ফোনটির বড় আকর্ষণ হচ্ছে এটি শুধু ক্যামেরায় এআই প্রযুক্তি যুক্ত করেনি, বরং পার্টি এবং সোশ্যাল ইভেন্টকে মাথায় রেখেই অনেক স্পেশাল ফিচার যোগ করা হয়েছে। কনসার্ট হোক বা বাড়ির ছোট খাটো গেট-টুগেদার, আলো-আঁধারির মধ্যেও স্পষ্ট ও রঙিন ছবি তোলার ক্ষমতা রাখে এই ফোন। এআই অ্যালগরিদম নিজেই আলো বুঝে ক্যামেরা সেটিংস ঠিক করে নেয় শাটার স্পিড, কনট্রাস্ট, স্যাচুরেশন সবই রিয়েল-টাইমে সামঞ্জস্য করা হয়। যার মানে দাঁড়ায়, ঝাপসা ছবি কিংবা ফিকে রঙের ভিডিওর ভয় কমে যাচ্ছে অনেকটাই।

Realme 15 সিরিজে যা থাকছে

এই সিরিজ তৈরি হয়েছে মূলত তরুণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে। দেখে নেওয়া যাক কী কী থাকছে—

  • AI ক্যামেরা: ৫০ মেগাপিক্সেলের ওপর প্রাইমারি লেন্স, যা পার্টির ঝলমলে আলোয়ও দারুণ পারফর্ম করবে।

  • 5G সাপোর্ট: দ্রুত ইন্টারনেট স্পিড, ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিং—সবই হবে ঝামেলাহীন।

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির AMOLED স্ক্রিন, সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেট—যাতে স্ক্রলিং হবে মাখনের মতো স্মুদ।

  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ বা আরও শক্তিশালী চিপসেট—যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য একদম উপযুক্ত।

  • ব্যাটারি: ৫০০০mAh-এর বেশি ক্ষমতা, থাকবে ফাস্ট চার্জিং সাপোর্টও।

  • ডিজাইন: হালকা ও ট্রেন্ডি ডিজাইন—যা নিঃসন্দেহে ফ্যাশনসচেতনদের নজর কাড়বে।

কবে আসছে, কত দামে আসছে?

যদিও কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে টেক জগতে জোর গুঞ্জন এই ফোনগুলি ২০২৫ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহেই ভারতে পাওয়া যাবে। প্রাথমিকভাবে আন্দাজ করা হচ্ছে, Realme 15 5G-এর দাম শুরু হতে পারে ২০,০০০ টাকা থেকে, আর Realme 15 Pro 5G-এর দাম হতে পারে প্রায় ২৫,০০০ টাকা

সব মিলিয়ে, Realme 15 সিরিজ হতে চলেছে সেই ফোন, যেটা শুধু পারফরম্যান্সই নয়, পার্টি মোডেও বাজিমাত করবে এটা নিশ্চিত ভাবেই বলা যায়। এখন দেখার বিষয়, বাজারে এলে এর হাইপ ধরে রাখতে পারে কি না।

Previous Post Next Post