এজবাস্টন টেস্টে নজর এবার পান্তের ওপর, শচীন-কোহলির রেকর্ড ছুঁতে এক ধাপ দূরে

ঋষভ পান্ত যেন নতুন করে ফিরে এসেছেন। লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে যা করলেন, সেটা চোখ ধাঁধানো। দুই ইনিংসেই দুর্দান্ত শতরান যা তাঁকে ইতিহাসে নাম লেখানোর সুযোগ দিল। তিনি এখন ইংল্যান্ডের মাটিতে এক টেস্ট ম্যাচে দু’টি শতরান করা প্রথম ভারতীয় ব্যাটার। এবার তাঁর লক্ষ্য আরও বড় শচীন টেন্ডুলকার আর বিরাট কোহলির মতো কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়া।



২ জুলাই থেকে এজবাস্টনে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের ছন্দ যদি ধরে রাখতে পারেন পান্ত, তাহলে কোহলিকে পেছনে ফেলে মোহাম্মদ আজহারউদ্দিনের পাশে পৌঁছে যাবেন যাঁর নামের পাশে ইংল্যান্ডের বিপক্ষে ৬টি টেস্ট শতরান রয়েছে।

এখন পর্যন্ত ৪৪টি টেস্ট ম্যাচে ৮টি শতরান করেছেন পান্ত। এর মধ্যে ৫টিই এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে বিষয়টা বোঝায়, ইংলিশ বোলিং অ্যাটাকের বিরুদ্ধে তাঁর কিছুটা ‘ম্যাজিকাল’ সম্পর্ক আছে। এজবাস্টনে আরও একটি শতরান মানেই, কোহলি, চেতেশ্বর পূজারা, দিলীপ ভেংসরকরদের ছাড়িয়ে যাওয়ার দোরগোড়ায় পৌঁছনো।

দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করা ভারতীয়দের তালিকা:

  • রাহুল দ্রাবিড় – ৭

  • শচীন টেন্ডুলকার – ৭

  • মোহাম্মদ আজহারউদ্দিন – ৬

  • বিরাট কোহলি – ৫

  • চেতেশ্বর পূজারা – ৫

  • দিলীপ ভেংসরকর – ৫

  • ঋষভ পান্ত – ৫

ইংল্যান্ডের মাটিতে কারা বেশি সেঞ্চুরি করেছেন, সেটাও কিন্তু আকর্ষণীয়। এই তালিকায় আবারও শীর্ষে রাহুল দ্রাবিড় তাঁর ছ’টি শতরান। আর পান্ত? শচীনের সমান চারটি শতরান নিয়ে যৌথভাবে দ্বিতীয়। তাই এজবাস্টনে একটি বড় ইনিংস তাঁকে একা দ্বিতীয় স্থানে নিয়ে যাবে।

সব মিলিয়ে, এজবাস্টনে পান্তের ব্যাটে আরেকটা ঝলক দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন শুধু প্রশ্ন ছন্দটা ধরে রাখতে পারবেন তো?

Previous Post Next Post