দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং ভারতে তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7-এর প্রি-রিজার্ভেশন শুরু করে দিয়েছে। অবাক করার মতো বিষয় হলো, ফোন দুটি বাজারে আসার আগেই এই বুকিংয়ের সুযোগ মিলছে। মাত্র ১,৯৯৯ টাকা জমা দিয়ে এখনই আগাম বুক করা যাচ্ছে এই ডিভাইসগুলো।
প্রী-রিজার্ভ করলে কী মিলবে?
যারা এখনই ফোনটি প্রি-রিজার্ভ করবেন, তারা পেতে পারেন ৫,৯৯৯ টাকা পর্যন্ত এক্সক্লুসিভ বেনিফিট। এজন্য কাস্টমারদের দিতে হবে ইমেইল আইডি, পিনকোড ও কিছু বেসিক তথ্য। অফারটি চলবে ৯ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত মানে, ‘Galaxy Unpacked’ ইভেন্ট শুরু হওয়ার আধাঘণ্টা আগেই শেষ হয়ে যাবে এই সুযোগ। আগ্রহীরা Samsung-এর অফিশিয়াল ওয়েবসাইট, এক্সক্লুসিভ স্টোর, Amazon, Flipkart এবং দেশের বিভিন্ন বড় রিটেইল আউটলেট থেকে প্রি-রিজার্ভ করতে পারবেন নতুন মডেলগুলো।
বুকিং মানি ফেরতযোগ্য
১,৯৯৯ টাকার বুকিং ফি পুরোপুরি রিফান্ডযোগ্য, যা অনেকের জন্য স্বস্তির খবর হতে পারে। ফোন না কেনার সিদ্ধান্ত নিলেও এই টাকা ফেরত পাওয়া যাবে। পাশাপাশি, প্রি-রিজার্ভকারীরা পেতে পারেন এক্সক্লুসিভ কালার অপশন ও আগেভাগে ফোন হাতে পাওয়ার সুযোগ। এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রেও অতিরিক্ত ছাড় এবং স্পেশাল রিওয়ার্ডসের সম্ভাবনা থাকছে। Galaxy Pre-reserve VIP Pass ইমেইল ও SMS-এর মাধ্যমে পাঠানো হবে।
তবে মাথায় রাখতে হবে, এই প্রি-রিজার্ভেশনে কোনও রেফারেল পয়েন্ট, ওয়েলকাম ভাউচার বা লয়্যালটি পয়েন্ট ব্যবহার করা যাবে না।
নতুন Fold ও Flip ফোনে কী থাকছে?
স্যামসাং এখনো অফিসিয়ালি নতুন Fold 7 বা Flip 7-এর পুরো ফিচার ফাঁস করেনি। তবে কিছু টিজার থেকে জানা যাচ্ছে, Galaxy Z Fold 7-এ থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা ও আরও পাতলা ডিজাইন। ফোকাস থাকছে Samsung-এর AI প্রযুক্তিতে। থাকছে Circle to Search, Live Translate এবং Photo Assist-এর মতো স্মার্ট ফিচার।
এই ফোল্ডেবল ডিভাইসদুটি ৯ জুলাই রাত ৭:৩০-এ নিউইয়র্কে আয়োজিত ‘Galaxy Unpacked’ ইভেন্টে অফিসিয়ালি উন্মোচন করা হবে। সেদিনই জানা যাবে এই প্রিমিয়াম ফোন সত্যিই প্রতীক্ষার মতো কি না।