দুর্দান্ত সেলফি ক্যামেরা ও ওয়াটারপ্রুফ ডিজাইনসহ Vivo V50 5G-তে Amazon-এ ঝড়ের ডিসকাউন্ট!

স্মার্টফোনের জগতে যারা সেলফি আর পানিরোধী ফিচারে নজর রাখছেন, তাদের জন্য Vivo V50 5G নিঃসন্দেহে এক শক্তিশালী বিকল্প। আর এখনই যদি কেনার পরিকল্পনা থাকে, তবে সময়টা একেবারেই পারফেক্ট কারণ Amazon India-তে এই ফোনে চলছে চমৎকার অফার।



8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্টটির মূল দাম 36,999 টাকা হলেও, ব্যাংক অফারের সুবিধা নিলে পাওয়া যাচ্ছে 3,000 টাকার ছাড়। উপরন্তু, Vivo দিচ্ছে সর্বোচ্চ 1109 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর পুরনো ফোন এক্সচেঞ্জ করলে তো দাম আরও কমে যেতে পারে। অবশ্য, এক্সচেঞ্জ ডিসকাউন্ট কতটা পাবেন তা নির্ভর করছে আপনার ফোনের অবস্থা, ব্র্যান্ড, আর এক্সচেঞ্জ পলিসির ওপর।

এই ফোনের হাইলাইট? 50MP সেলফি ক্যামেরা আর IP68 ও IP69 রেটিংসহ ওয়াটারপ্রুফ ডিজাইন—যা একসঙ্গে খুব বেশি ফোনে দেখা যায় না। একটু খুঁটিয়ে দেখা যাক ফোনটির স্পেসিফিকেশন।

Vivo V50 5G-তে আছে 6.77 ইঞ্চির ফুল HD+ কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস পৌঁছায় 4500 নিটস পর্যন্ত—যেটা রোদে ফোন ব্যবহার করলেও চোখে আরাম দেয়। ভেতরে রয়েছে Snapdragon 7 Gen 3 চিপসেট, সঙ্গে 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং সর্বোচ্চ 512GB স্টোরেজ।

পেছনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ একটি 50MP মেইন সেন্সর এবং আরেকটি 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনে সেলফি তুলতে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা, যা এই সেগমেন্টে সত্যিই বিরল।

ব্যাটারির দিক থেকে V50 মোটেও পিছিয়ে নেই। এতে রয়েছে 6000mAh ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্ক্রিনের নিচে থাকছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সফটওয়্যারের দিক থেকে ফোনটি চলে Android 15 ভিত্তিক Funtouch OS 15-এ।

সব মিলিয়ে, যারা পারফরম্যান্স আর স্টাইলের একটা ব্যালেন্স খুঁজছেন, তাদের জন্য এটা হতে পারে এক ‘হ্যাড টু চেক’ ফোন। তবে কিনতে হলে অফার মিস না করাই ভালো এই রকম ডিল বারবার আসে না।

Previous Post Next Post