চীনা স্মার্টফোন নির্মাতা Vivo আবারও ক্যামেরার দিক দিয়ে তাক লাগাতে চলেছে। এবার তারা নিয়ে আসছে Vivo X200 FE, যা ভারতের বাজারে শিগগিরই পা রাখতে চলেছে। যদিও ঠিক কবে সেটি বাজারে আসবে, তা এখনও স্পষ্ট নয়, কিন্তু ফোনটির বেশ কিছু চমকপ্রদ ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে।
এই ডিভাইসটি Vivo-র প্রথম ফ্ল্যাট-ডিসপ্লে ফ্ল্যাগশিপ, আর এতে থাকছে 6.31 ইঞ্চির স্ক্রিন এবং মাত্র 7.99 মিমি পুরু বডি। এক কথায়, পকেটে রাখলেও বোঝা যাবে না এতটাই স্লিম। কিন্তু আসল আকর্ষণ? 100x জুম সাপোর্ট করে এমন ZEISS টেলিফটো ক্যামেরা। দূরের কোনো দৃশ্য এমনভাবে কাছে টেনে আনা যাবে, যেন হাতে ধরা যায়। সঙ্গে থাকছে বিশাল 6500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং, যা গোটা দিনের জন্য যথেষ্ট ব্যাকআপ দিতে পারবে অন্ততপক্ষে কাগজে-কলমে তাই বলা যাচ্ছে।
ফোনটিতে থাকছে একটি শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেল টেলিফটো, 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। ZEISS-এর প্রফেশনাল ইমেজিং টেকনোলজির কারণে কম আলোতেও স্টুডিও-গ্রেড ছবি তোলা সম্ভব বলে দাবি করা হচ্ছে। তাছাড়া AI-এর সাহায্যে পোর্ট্রেট মোড, স্ট্রিট ফটোগ্রাফি ও মাল্টিফোকাল ফিচার সবই পাওয়া যাবে এতে।
ডিজাইন নিয়েও Vivo কিছুটা সাহসী হয়েছে। ফোনটি লঞ্চ হবে দুটি রঙে অ্যাম্বার ইয়েলো এবং লাক্স ব্ল্যাক। ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে স্কোয়ার ও সার্কেলের মিশেলে তৈরি ‘স্কোয়র্কল’ ডিজাইনে, যা দেখতে বেশ ইউনিক। সঙ্গে IP68 এবং IP69 সনদ পাওয়া মানে ফোনটি পানি ও ধুলো থেকে অনেকটাই নিরাপদ। পাওয়ারফুল পারফরম্যান্সের জন্য থাকছে MediaTek Dimensity 9300+ প্রসেসর।
সফটওয়্যারের দিক থেকে ফোনটি চলবে Funtouch OS 15-এ। থাকছে Google-এর Gemini Assistant, AI ক্যাপশন, স্মার্ট কল সহকারী, লাইভ টেক্সট ও ডকুমেন্ট টুলস। AI Four Seasons Portraits কিংবা Magic Move-এর মতো ফিচার ছবি তোলাকে আরও কল্পনাপ্রবণ করে তুলবে।
সব মিলিয়ে, Vivo X200 FE নিঃসন্দেহে চোখে পড়ার মতো একটি স্মার্টফোন হতে চলেছে। তবে বাজারে ঢুকে আদতে কতটা প্রভাব ফেলতে পারে, সেটা সময়ই বলবে।