হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর আর খুব বেশি দিন নয়, খুব শিগগিরই আপনি একটাই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করে দিয়েছে, যা অনেকের জন্যই দারুণ সুবিধাজনক হতে চলেছে।
টেকনোলজি বিষয়ক সাইট WABetaInfo জানিয়েছে, iOS-এর জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন 25.19.10.74-এ এই ফিচারটিকে পরীক্ষামূলকভাবে দেখা গেছে। এমনকি তারা একটি স্ক্রিনশটও শেয়ার করেছে, যেখানে মাল্টিপল অ্যাকাউন্টের মধ্যে সহজেই সুইচ করার অপশনটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
একসাথে একাধিক অ্যাকাউন্ট, সঙ্গে প্রোফাইল ছবিও
নতুন এই সেকশনে, ব্যবহারকারীরা তাদের ফোনে যুক্ত সমস্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম ও প্রোফাইল ছবি একসঙ্গে দেখতে পাবেন। এতে করে কোনটা ব্যক্তিগত, আর কোনটা অফিসিয়াল, সেটা আলাদা করে চিনতে সমস্যা হবে না। আর চাইলে আপনি নতুন কোনো অ্যাকাউন্টও যুক্ত করতে পারবেন, পুরনো কোনো ডেটা মুছে ফেলার ঝুঁকি ছাড়াই।
সবচেয়ে বড় কথা হলো, অ্যাকাউন্ট পরিবর্তন করতে গেলে আপনাকে আলাদা করে লগআউট বা অ্যাপটি রিস্টার্ট করতে হবে না। যেই মুহূর্তে আপনি অন্য কোনো অ্যাকাউন্টে ট্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ সঙ্গে সঙ্গেই সেটিতে স্যুইচ করে দেবে চ্যাট হিস্ট্রি, সেটিংস, সব আগের মতোই থাকবে। বেশ স্মার্ট ভাবনা, বলা যায়।
নোটিফিকেশনেই হবে অ্যাকাউন্ট সুইচ
এই ফিচারের আরেকটি চমকপ্রদ দিক হলো যদি আপনি একটি অ্যাকাউন্ট ব্যবহার করছেন, আর সেই সময় অন্য কোনো অ্যাকাউন্টে মেসেজ আসে, তাহলে হোয়াটসঅ্যাপ আলাদা করে স্পেশাল নোটিফিকেশন দেবে। নোটিফিকেশনে শুধু প্রেরকের নামই নয়, কোন অ্যাকাউন্টে মেসেজ এসেছে, সেটাও পরিষ্কার করে জানানো হবে। আর সেই নোটিফিকেশনে ট্যাপ করলেই অ্যাপটি নিজে থেকেই আপনাকে সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে।
এই ফিচার এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে, তবে সব ঠিকঠাক চললে খুব শিগগিরই টেস্টিং শুরু হবে। আর যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে হয়তো আগামি কয়েক আপডেটের মধ্যেই সবার ফোনে চলে আসতে পারে এই আকর্ষণীয় ফিচারটি।
কাজে বা ব্যক্তিগত জীবনে আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে যারা এখনো জগাখিচুড়ির মধ্যে পড়েন, তাদের জন্য নিঃসন্দেহে এটা অনেকটা স্বস্তির খবর।