সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপে তিনটি নতুন ফিচার যুক্ত করেছে, যেগুলো সাধারণ ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ, স্মার্ট ও মজাদার করে তুলবে বলেই মনে করা হচ্ছে। এই নতুন আপডেটগুলো নিয়ে ইতিমধ্যেই অনেকে আগ্রহ দেখাচ্ছেন। আসুন দেখে নেওয়া যাক, কী থাকছে এই নতুন ফিচারগুলোর ঝুলিতে।
ক্যামেরা দিয়েই স্ক্যান করুন দরকারি ডকুমেন্ট
আগে যেখানে ডকুমেন্ট স্ক্যান করতে হলে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হতো, এখন হোয়াটসঅ্যাপেই মিলবে সেই সুবিধা। হ্যাঁ, অ্যাপটির ক্যামেরা ফিচার ব্যবহার করে সরাসরি ডকুমেন্ট স্ক্যান করে তা সহজেই পাঠানো যাবে। এটা নিঃসন্দেহে কাজের একটা সংযোজন, বিশেষ করে যারা বারবার অফিস বা স্কুল সংক্রান্ত কাগজপত্র পাঠাতে হয় তাদের জন্য।
এই ফিচারটি এখনো পুরোপুরি সবার জন্য আসেনি বর্তমানে এটি WhatsApp Beta for Android 2.25.19.21 ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে খুব শিগগিরই মূল ভার্সনেও এটি যুক্ত হবে বলে ধারণা।
প্রোফাইল পিকচারে এখন অবতার যুক্ত করার সুবিধা
এখন থেকে নিজের প্রোফাইল ছবিতে চাইলে অবতার ব্যবহার করা যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ইউজাররা অবতার এবং প্রোফাইল ছবির মধ্যে সোয়াইপ করে পরিবর্তন দেখতে পারবেন। এটি অনেকটাই ইমোজির মতো, তবে আরও বেশি পার্সোনালাইজড এবং মজাদার।
iOS ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি পাওয়া যাচ্ছে WhatsApp for iOS 25.18.85 ভার্সনে। যাঁরা আগে থেকেই অবতার কনফিগার করে রেখেছেন, তাঁরা সহজেই সেটিংসে গিয়ে এই অপশন দেখতে পাবেন।
স্টেটাস ফরওয়ার্ড ও রিশেয়ার করার সুবিধা
হোয়াটসঅ্যাপ এবার স্টেটাস ফিচারে বড় পরিবর্তন এনেছে। ইনস্টাগ্রামের মতোই এখন হোয়াটসঅ্যাপ স্টেটাসকে ফরওয়ার্ড বা রিশেয়ার করা যাবে। চাইলে আপনি নিজেই ঠিক করে দিতে পারবেন কে আপনার স্টেটাস রিশেয়ার করতে পারবে বা পারবে না।
এই ফিচারটি আপাতত WhatsApp Beta for Android 2.25.18.9 এবং iOS 25.17.10.80 ভার্সনে পাওয়া যাচ্ছে। সম্ভবত খুব শিগগিরই এটি সাধারণ ইউজারদের জন্যও উন্মুক্ত করা হবে।
সব মিলিয়ে, হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটগুলো তাদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয় ব্যবহারকারীরা কেমনভাবে এগুলো গ্রহণ করেন।