অল্প বাজেটে দুর্দান্ত ফিচার, Amazon-এ পাওয়া যাচ্ছে এই তিনটি স্মার্ট LED টিভি

কম দামে ভালো মানের LED টিভি খুঁজছেন? তাহলে আপনার জন্য কিছু ভালো খবর আছে। Amazon India-তে এখন এমন তিনটি টিভি পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম ১২ হাজার টাকার নিচে তবু ফিচারের দিক থেকে কোনো কমতি নেই। ভালো মানের ডিসপ্লে, ডলবি সাউন্ড, স্মার্ট ফিচার সবই আছে। সবচেয়ে ভালো দিকটা? এগুলো আপনি নানা অফার আর ক্যাশব্যাকের সঙ্গেও কিনতে পারবেন।



Redmi Xiaomi 80 cm (32") F Series HD Ready Smart LED Fire TV (L32MA-FVIN)

এই টিভিটির দাম এখন Amazon-এ ১১,৪৯৯ টাকা। এর সঙ্গে মিলছে ৩৪৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর যদি পুরনো টিভি এক্সচেঞ্জ করতে চান, তাহলে ছাড় পেতে পারেন প্রায় ২৮৩০ টাকা পর্যন্ত তবে সেটা নির্ভর করবে আপনার পুরনো টিভির অবস্থা আর ব্র্যান্ডের ওপর। এই মডেলটিতে HD Ready ডিসপ্লে আর ডলবি অডিও সাপোর্ট থাকায়, বাজেট ফ্রেন্ডলি হলেও ব্যবহারকারীর অভিজ্ঞতা বেশ ভালোই হবে বলেই মনে হচ্ছে।

Xiaomi MI Smart TV A 80 cm (32") HD Ready Smart Google LED TV (L32MA-AIN)

দ্বিতীয় টিভিটি Xiaomi-র আরেকটি পপুলার মডেল, যার দাম ১১,৯৯০ টাকা। ৩৫৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক তো আছেই, সঙ্গে থাকছে এক্সচেঞ্জ অফারে ২৮৩০ টাকা পর্যন্ত ছাড়। টিভিটিতে HD Ready ডিসপ্লে ছাড়াও রয়েছে ২০ ওয়াটের সাউন্ড আউটপুট, যার সঙ্গে ডলবি অডিও সাপোর্টও মিলছে। সব মিলিয়ে, এই রেঞ্জে বেশ একটা ভালো চুক্তি বলাই যায়।

VW 80 cm (32") Playwall Frameless Series HD Ready Android Smart LED TV (VW32F5)

এই তালিকায় সবচেয়ে কমদামী টিভিটি হল VW ব্র্যান্ডের, যার বর্তমান দাম মাত্র ৭,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার ধরতে পারলে আরও ১০% ছাড় মিলতে পারে। এর সঙ্গেও থাকছে ২৩৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ২৮৩০ টাকার এক্সচেঞ্জ অফার। টিভিটিতে রয়েছে ৬০Hz রিফ্রেশ রেটসহ HD Ready ডিসপ্লে এবং ২৪ ওয়াটের সাউন্ড আউটপুট।

Previous Post Next Post