নাভরত্ন তকমাধারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এর শেয়ারে মঙ্গলবার একপ্রকার ঝড় বয়ে গেল। সপ্তাহের দ্বিতীয় দিনেই কোম্পানির শেয়ার ৩ শতাংশের বেশি লাফিয়ে উঠেছে, দাম পৌঁছেছে ৪৩৫.৯৫ টাকা পর্যন্ত। এটা BEL-এর সর্বকালীন সর্বোচ্চ শেয়ারদর মানে, একেবারে রেকর্ড হাই।
এই আকস্মিক শেয়ারচাঙ্গার পেছনে বড় কারণ সংস্থার ঘরে এসেছে নতুন অর্ডার, যার পরিমাণ ৫২৮ কোটি টাকা। আর যেই খবরটা বাজারে ছড়াল, শেয়ারহোল্ডারদের মধ্যে যেন উৎসবের আমেজ! BEL এমনিতেই শেয়ারহোল্ডারদের প্রতি সদয় গত এক দশকে তিনবার দিয়েছে বোনাস শেয়ার।
কোন অর্ডার পেল BEL?
নতুন এই অর্ডারগুলোর মধ্যে আছে ডিফেন্স ও স্ট্র্যাটেজিক ইকুইপমেন্ট রাডার, কমিউনিকেশন সিস্টেম, জ্যামার, ইলেকট্রনিক ভোটিং মেশিন, শেল্টার, কন্ট্রোল সেন্টার, স্পেয়ার পার্টসসহ নানা সামরিক ও প্রযুক্তিগত যন্ত্রাংশ। এর আগেও সংস্থাটি ৫৮৫ কোটি ও ৫৩৭ কোটির দুটি বড় অর্ডার পেয়েছিল, যার বেশিরভাগই ছিল নৌবাহিনী ও কমিউনিকেশন সেক্টরের জন্য।
BEL শেয়ারের পাঁচ বছরের চিত্র? অবিশ্বাস্য!
২০২০ সালের জুলাই মাসে যে শেয়ারের দাম ছিল মাত্র ৩২.৪২ টাকা, সেটাই আজ ২০২৫-এর জুলাইয়ে দাঁড়িয়েছে ৪৩৫.৯৫ টাকায়। সরল হিসাবে, এই সময়ের মধ্যে BEL-এর শেয়ারে ১২৪০ শতাংশের বেশি রিটার্ন এসেছে। গত চার বছরে ৬২৩ শতাংশ, তিন বছরে ৪৬৮ শতাংশ, আর গত দু’বছরেই ২৪৫ শতাংশ বেড়েছে শেয়ারদর। সংখ্যাগুলো দেখে চোখ কপালে ওঠা স্বাভাবিক!
বোনাস শেয়ারের নজির
BEL শেয়ারহোল্ডারদের শুধু মুনাফা নয়, পুরস্কার দিতেও কার্পণ্য করেনি। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে কোম্পানি ২:১ রেশিওতে বোনাস শেয়ার দেয় মানে, ১টি শেয়ারে ২টি অতিরিক্ত। এরপর ২০১৭-তে দেয় ১:১০ রেশিওতে এবং ২০২২ সালে আবারও ২:১ বোনাস শেয়ার ঘোষণা করে। বলতে গেলে, যারা এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, তারা শুধু রিটার্নই নয়, বাড়তি শেয়ারও পেয়েছেন একের পর এক।
এই গতি যদি বজায় থাকে, BEL ভবিষ্যতেও বিনিয়োগকারীদের নজরে থাকবে, সন্দেহ নেই। তবে এতটা চড়াইয়ের পর কোনো সময় সামান্য বিরতি আসবে কিনা, সেটাও মাথায় রাখা ভালো। বাজারে তো আর গ্যারান্টি চলে না, শুধু প্রবণতা দেখা যায়।