ইন্টারনেট ছাড়াও এখন PF ব্যালেন্স জানার সুবিধা, মাত্র কয়েক সেকেন্ডে মিলবে তথ্য

অনেকেই জানেন না, কিন্তু এখন আর PF ব্যালেন্স জানার জন্য ইন্টারনেট থাকা বাধ্যতামূলক নয়। EPFO (Employees' Provident Fund Organisation) এমন এক সুবিধা চালু করেছে, যার মাধ্যমে স্মার্টফোন, অ্যাপ কিংবা ওয়েবসাইট ছাড়াই PF ব্যালেন্স জানা সম্ভব এটাও একেবারে ফ্রি! শুধু SMS, মিসড কল বা WhatsApp থাকলেই চলবে।



এই সুবিধাটি বিশেষভাবে উপকারী সেই সব কর্মীদের জন্য, যারা প্রযুক্তির খুব একটা ব্যবহারে অভ্যস্ত নন, কিংবা কোনো সময় ইন্টারনেট না থাকলেও ব্যালেন্স জানার প্রয়োজন হয়।

কীভাবে জানা যাবে PF ব্যালেন্স?

EPFO এখন এমন তিনটি উপায় দিচ্ছে, যার মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যেই আপনার PF ব্যালেন্স জেনে নিতে পারবেন:

১. SMS পাঠিয়ে PF ব্যালেন্স জানুন

যদি আপনার মোবাইল নম্বর EPFO-তে রেজিস্টার করা থাকে, তাহলে নির্দিষ্ট ফরম্যাটে SMS পাঠিয়ে আপনি ব্যালেন্স পেয়ে যাবেন। আপনাকে লিখতে হবে:

EPFOHO UAN HIN

(এখানে UAN মানে Universal Account Number, আর HIN মানে ভাষা যেমন হিন্দির জন্য HIN, বাংলার জন্য BNG)

এই SMS পাঠাতে হবে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে। কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যালেন্সের তথ্য ফিরে আসবে। এই পরিষেবা ১০টিরও বেশি ভাষায় পাওয়া যায়, তার মধ্যে বাংলা, হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি, তামিল ইত্যাদি আছে।

২. মিসড কল দিয়ে PF ব্যালেন্স দেখুন

সবচেয়ে সহজ পদ্ধতি হতে পারে এটি। যদি আপনার নম্বর রেজিস্টার্ড হয় এবং UAN অ্যাক্টিভ থাকে, তাহলে ৯৯৬৬০৪৪৪২৫ নম্বরে একটি মিসড কল দিন। কলটি নিজে থেকেই কেটে যাবে, এবং তারপরেই SMS-এ ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে। এতে কোনো খরচ নেই।

৩. WhatsApp-এ চ্যাট করেও জানা যায় PF ব্যালেন্স

EPFO এখন WhatsApp পরিষেবাও চালু করেছে। প্রতিটি অঞ্চলের জন্য আলাদা WhatsApp নম্বর রয়েছে। আপনাকে সেই নম্বরটি সংরক্ষণ করে শুধু “Hi” বা “PF Balance” লিখে পাঠাতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই চ্যাটেই চলে আসবে আপনার PF ব্যালেন্স সহ অন্যান্য তথ্য।

রিজিওনাল অফিসের WhatsApp নম্বর জানতে ভিজিট করুন: epfindia.gov.in

সব মিলিয়ে, ইন্টারনেট ছাড়াও PF ব্যালেন্স জানা এখন অনেক সহজ, দ্রুত এবং সবার নাগালে। এমনকি যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন না, তাঁরাও এই পরিষেবার সুফল পেতে পারেন—এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।

Previous Post Next Post