এজবাস্টনে বুমরাহ খেলবেন তো? সহকারী কোচের কথায় জল্পনা আরও ঘনীভূত

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জসপ্রীত বুমরাহকে নিয়ে প্রশ্ন উঠছে বারবার। তাহলে কি তিনিই খেলবেন না এজবাস্টনে? পরিষ্কার করে 'না' বলা যাচ্ছে না, তবে এখনও চূড়ান্তভাবে তাঁকে বাদ দেওয়া হয়নি। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডেসাটে জানালেন, বুমরাহ পুরোপুরি ফিট এবং দ্বিতীয় টেস্টে মাঠে নামার জন্য প্রস্তুত।



তবে কথাটা অতটা সোজা নয়। টেস্ট সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ফলে সিরিজের সবকটি ম্যাচে বুমরাহকে খেলানো হবে না, এটা মোটামুটি নিশ্চিত। সম্ভাবনা আছে, তিনি মোট পাঁচ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে খেলবেন যার একটিতে তিনি ইতিমধ্যেই অংশ নিয়েছেন। কিন্তু বাকি দুটো ম্যাচ কোনটি হবে, সেটা এখনও ঠিক হয়নি।

এজবাস্টনের উইকেটকে মাথায় রেখে ভারতের দুই স্পিনার নিয়ে নামার সম্ভাবনা প্রবল। উইকেটের ওপর ঘাস থাকলেও নিচের স্তরটা শুকনো, তাই স্পিনাররা কাজে লাগতে পারেন। এই পরিস্থিতিতে অফ-স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর দলে জায়গা পেতে পারেন, কারণ ভারত ব্যাটিং গভীরতা বাড়াতে চায়।

ম্যাচ শুরুর ঠিক দু’দিন আগে ডেসাটে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “বুমরাহ খেলতে পুরোপুরি তৈরি। তবে আমরা সিরিজের সব ম্যাচ একসাথে দেখে পরিকল্পনা করছি। যদি মনে হয় এই ম্যাচে ওকে খেলানো আমাদের পক্ষে সুবিধাজনক হবে, তাহলে ম্যাচের আগে শেষ মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা আবহাওয়া, পিচের স্বভাব, সব দিক বিবেচনা করছি। ওকে হয়তো লর্ডস কিংবা ম্যানচেস্টার বা ওভালের মতো ভেন্যুর জন্য রেখে দিতে পারি। সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে আপনি নিশ্চয়ই দেখেছেন সে ট্রেনিং করছে, ফিট আছে। এখন আমরা শুধু সঠিক জায়গায় সঠিক পিস ফিট করার চেষ্টা করছি।”

এজবাস্টনে যদি বুমরাহকে বিশ্রামে রাখা হয়, তাহলে লর্ডসে তাঁর মাঠে নামা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তবে এখনও কিছুই ফাইনাল নয় শেষ সিদ্ধান্ত সময়ই জানাবে।

Previous Post Next Post