বার্বাডোস টেস্টে বিতর্কিত সিদ্ধান্তের পর ড্যারেন স্যামির মন্তব্য: “ভুল হয়েছে, তবে বিষয়টি পেছনে ফেলে এসেছি”

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি সম্প্রতি বার্বাডোসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে কিছু বিতর্কিত টিভি আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছিলেন। সেই মন্তব্যের জেরে আইসিসি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ম্যাচ ফি থেকে ১৫ শতাংশ কেটে নেওয়া হয় এবং তার নামের সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। তবে এখন স্যামি জানাচ্ছেন, ম্যাচ অফিসিয়ালরা স্বীকার করেছেন যে সেই ম্যাচে কিছু ভুল সত্যিই হয়েছিল।



ড্যারেন স্যামি বলেন, “আমরা ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে পরে কথা বলেছি। তারা কিছু বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে এবং কিছু ভুলও মেনে নিয়েছে। সেটি তখন বার্বাডোসে ঘটেছিল, এখন আমরা গ্রেনাডায়। আমরা সেটাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি।”

স্যামির মূল আপত্তি ছিল টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টককে ঘিরে, বিশেষ করে রোস্টন চেজ এবং শাই হোপের বিরুদ্ধে দেওয়া কয়েকটি সিদ্ধান্তকে নিয়ে। যদিও তিনি এখন বলছেন, হোল্ডস্টকের প্রতি তার কোনও ব্যক্তিগত অভিযোগ নেই। বরং গ্রেনাডায় দ্বিতীয় টেস্টে তাকে মাঠের আম্পায়ার হিসেবে দেখতে পেরে তিনি শুভেচ্ছাই জানিয়েছেন।

“আমি যা বলেছি, সেটি আমি যা দেখেছি, তার ওপর ভিত্তি করেই বলেছি,” স্যামি বলেন। “আমাকে সেটা বলার জন্য শাস্তি পেতে হয়েছে আমি তা মেনে নিচ্ছি। তবে সত্যি বলতে, আমি অ্যাড্রিয়ানকে শুভেচ্ছা জানাই। আমরা সবাই মানুষ, ভুল হতেই পারে। আমি চাই, তারা মাঠে ভালো পারফর্ম করুক।”

প্রেস কনফারেন্সে স্যামি আরও বলেন, “আমি চেয়েছিলাম না আমার খেলোয়াড়রা তখন মিডিয়ার মুখোমুখি হোক, কারণ আমি জানতাম, ওদের কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হতে পারে। আমি যা বলেছি, তা আমার বিশ্বাস থেকেই বলেছি।”

স্যামির মন্তব্যে কিছুটা হতাশা থাকলেও, তার ভঙ্গিমা ছিল বাস্তববাদী ভুল-সংশোধনের জায়গা রেখে এগিয়ে চলার ইঙ্গিত স্পষ্ট।

Previous Post Next Post