কেন্দ্রীয় মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: কর্মসংস্থান বৃদ্ধিতে এক লাখ কোটি টাকার নতুন প্রণোদনা প্রকল্প

কর্মসংস্থানের জগতে বড়সড় দাও মারল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মোদি সরকারের নতুন একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার লক্ষ্য আগামী দুই বছরে সারা দেশে প্রায় সাড়ে তিন কোটি নতুন চাকরির সুযোগ তৈরি করা। বাজেট? প্রায় এক লাখ কোটি টাকা! শুনতে একটু অবিশ্বাস্য লাগলেও, পরিকল্পনাটা বেশ চমকপ্রদ।



প্রথমবার চাকরি সরাসরি সুবিধা

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই ‘ইমপ্লয়মেন্ট লিংকড ইনসেনটিভ’ (ELI) প্রকল্প দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে, যাঁরা জীবনে প্রথমবার চাকরি পাচ্ছেন, তাঁদের জন্য ভালো খবর। দু’টি কিস্তিতে এক মাসের সমপরিমাণ বেতন (সর্বোচ্চ ১৫ হাজার টাকা) সরকার দেবে, যা তাঁরা ছয় এবং বারো মাসের মাথায় পাবেন। লক্ষ্য? নতুন চাকরিজীবীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।

দ্বিতীয় ভাগে সুবিধা কোম্পানিগুলোর

প্রকল্পের দ্বিতীয় ভাগে, কোম্পানিগুলোকে উৎসাহ দিতে সরকারের তরফে দু’বছর ধরে প্রতি কর্মচারীর জন্য মাসে সর্বোচ্চ ৩,০০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে। তবে শর্তও রয়েছে। প্রতিষ্ঠানে যদি নতুন কর্মী নেওয়া হয়, তাহলে তবেই এই সুবিধা মিলবে। বিশেষ করে উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) ক্ষেত্রকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে তৃতীয় ও চতুর্থ বছরেও ওই খাতে কিছু অতিরিক্ত সুবিধা থাকবে।

যোগ্যতা ও সময়সীমা

এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭-এর মধ্যে নিয়োগপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে। তবে শর্ত একটাই এই নতুন কর্মীরা কমপক্ষে ছ’মাস টানা কাজ করতে হবে। ৫০ জনের কম কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানকে কমপক্ষে ২ জন এবং ৫০ জনের বেশি থাকলে কমপক্ষে ৫ জন নতুন কর্মী নিয়োগ দিতে হবে।

পেমেন্ট প্রসেস কীভাবে?

প্রথম ভাগের টাকা সরাসরি কর্মীর অ্যাকাউন্টে যাবে ‘আধার-ব্রিজড পেমেন্ট সিস্টেম’ এর মাধ্যমে। আর দ্বিতীয় ভাগে, সংস্থাগুলোর প্যান নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

বেতন অনুযায়ী প্রণোদনা এক ঝলকে

  • ₹১০,০০০ বা তার কম: মাসে ₹১,০০০

  • ₹১০,০০০ - ₹২০,০০০: মাসে ₹২,০০০

  • ₹২০,০০০ - ₹১,০০,০০০: মাসে ₹৩,০০০

এই পদক্ষেপ নিঃসন্দেহে বড়সড় উদ্যোগ, তবে বাস্তবে কতটা সফল হবে, সেটাই এখন দেখার বিষয়।

Previous Post Next Post