গতবারের ফ্লিপকার্ট সেলে আকর্ষণীয় অফার সত্ত্বেও যারা নতুন ফোন কেনা থেকে পিছিয়ে পড়েছিলেন, তাদের জন্য এবার ভালো সুযোগ এসেছে। আজ থেকে শুরু হয়েছে ‘বিগ সেভিংস ডেজ’ সেল, যা চলবে ৫ জুলাই পর্যন্ত। এই সময়ে বাজেট হোক বা প্রিমিয়াম প্রায় সব ধরনের স্মার্টফোনে থাকছে বড় ডিসকাউন্ট।
যাঁরা ১১ হাজার টাকার কম দামে একটি ভালো ফোন খুঁজছেন, তাদের জন্য এই সেলে রয়েছে বেশ কিছু চমকপ্রদ অপশন। চোখ বুলিয়ে নেওয়া যাক এমনই তিনটি ফোনের ওপর যেগুলো দাম কম হলেও ফিচারে একেবারে কম নয়।
Samsung Galaxy F05
মাত্র ৬,৪৯৯ টাকায় আপনি পেয়ে যেতে পারেন Samsung-এর এই বাজেট ফোনটি। এতে রয়েছে ৪জিবি র্যাম এবং ৬৪জিবি স্টোরেজ। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ৫% ক্যাশব্যাকও। ফোনটিতে ৬.৭৪ ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে, আর প্রসেসর হিসেবে আছে Helio G85। পেছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা এই দামে বেশ চমকপ্রদ। ব্যাটারি ৫০০০mAh, তাই চার্জ নিয়ে তেমন ভাবনার কারণ নেই।
Motorola G45 5G
৫জি চাহিদা থাকলে ১০,৯৯৯ টাকায় Motorola G45 হতে পারে ভালো বিকল্প। এতে আছে ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ, সঙ্গে ৫% ক্যাশব্যাকের সুবিধাও। ফোনটি Snapdragon 6s Gen 3 চিপসেটে চলে, ডিসপ্লে ৬.৫ ইঞ্চির HD+। ক্যামেরা বিভাগেও মোটামুটি ৫০ মেগাপিক্সেল রিয়ার, আর ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি? এখানেও ৫০০০mAh।
Realme C63 5G
একই দামে আরেকটি চমৎকার অপশন Realme C63 5G, যা আসছে Dimensity 8300 প্রসেসরের সঙ্গে। দাম ১০,৯৯৯ টাকা, সাথে অ্যাক্সিস ব্যাঙ্ক অফারে থাকছে ৫% ক্যাশব্যাক। ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির HD+ ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫০০০mAh ব্যাটারি।
এই তিনটি ফোনের মধ্যে কোনটি আপনার জন্য ঠিক, সেটা নির্ভর করছে আপনি কী খুঁজছেন তার ওপর ৫জি, বড় ডিসপ্লে, নাকি শুধু বাজেটের মধ্যে ভালো ক্যামেরা। তবে একটুও দেরি না করে অফার শেষ হওয়ার আগেই দেখে ফেলুন!