মঙ্গলবার, ১লা জুলাই আজ শেয়ারবাজারে অভিষেক হলো Globe Civil Projects Limited-এর। নির্মাণ এবং পরিকাঠামো উন্নয়নের সঙ্গে যুক্ত এই সংস্থার প্রাথমিক শেয়ার ইস্যু (IPO) আজই বিএসই ও এনএসই-তে তালিকাভুক্ত হয়েছে।
বিএসই-তে কোম্পানির শেয়ার লিস্টিং হয়েছে ৯১.১০ টাকায়, যা ইস্যু প্রাইস ৭১ টাকার তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি। অন্যদিকে, এনএসই-তেও তালিকাভুক্ত হয়েছে ৯০ টাকায় সেখানে প্রিমিয়াম ২৬ শতাংশ।
এই আইপিওকে ঘিরে বাজারে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ইস্যু খোলার তৃতীয় দিনেই ৮৬.০৩ গুণ সাবস্ক্রিপশন হয়ে যায় এটা স্পষ্ট ইঙ্গিত যে বিনিয়োগকারীদের আস্থা প্রবল ছিল।
কোন বিভাগে কতটা সাড়া
এনএসই-র দেওয়া তথ্য অনুযায়ী, ১১৯ কোটি টাকার এই ইস্যুতে ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার ৩৯২টি শেয়ারের জন্য অফার ছিল, কিন্তু তার বিপরীতে আবেদন পড়ে একশো কোটি শেয়ারের বেশি প্রায় ১০০ গুণ বেশি চাহিদা!
এর মধ্যে নন-ইনস্টিটিউশনাল ইনভেস্টররা (NII) ১৪৩ গুণেরও বেশি সাবস্ক্রিপশন করেছেন। রিটেল ইনভেস্টরদের মধ্যে সাবস্ক্রিপশন হয়েছে ৫৩.৭১ গুণ। এমনকি কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়ার (QIB) ক্যাটাগরিতেও চাহিদা ছিল ৯৯.৭৬ গুণ।
টাকার ব্যবহার কেমন হবে?
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই আইপিও থেকে যে অর্থ সংগ্রহ হবে, তার মধ্যে ৭৫ কোটি টাকা ব্যয় হবে ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধনের জন্য। পাশাপাশি, ১৪.২৬ কোটি টাকা খরচ করা হবে নতুন নির্মাণ যন্ত্রপাতি ও মেশিন কেনার জন্য। বাকি টাকা ব্যবহৃত হবে কোম্পানির অন্যান্য দৈনন্দিন খরচে।
এই অভিষেকের পরে গ্লোব সিভিল প্রোজেক্টস অনেকটাই আলোচনায় উঠে এসেছে। তবে বাজারের অনিশ্চয়তার মধ্যে কতটা স্থায়ী জায়গা করে নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।