গুগলের আসন্ন চমক: আগস্টে আসছে Pixel 10 Pro ও Pixel 10 Pro XL, ফাঁস হলো স্পেসিফিকেশন

গুগল আবারও নতুন প্রযুক্তি নিয়ে হাজির হতে চলেছে। আগামী ২০ আগস্ট বাজারে আসতে পারে তাদের নতুন দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL। আগেই এই ফোনগুলোর রেন্ডার এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য অনলাইনে ফাঁস হয়েছিল। এবার একটি নতুন রিপোর্টে উঠে এসেছে পুরো স্পেসিফিকেশন, যা প্রযুক্তি মহলে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।



প্রতিবেদনে বলা হয়েছে, Pixel 10 Pro মডেলে থাকছে 6.3 ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে, আর বড় সংস্করণ Pixel 10 Pro XL-এ থাকবে 6.8 ইঞ্চির QHD+ ডিসপ্লে। দুটিতেই 120Hz রিফ্রেশ রেট এবং চোখ ধাঁধানো 3000 নিটস পিক ব্রাইটনেস থাকতে পারে। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার হতে পারে Gorilla Glass Victus 2, যেটা এখনকার অন্যতম টেকসই গ্লাস বলা হয়।

হাতের ছোঁয়ায় প্রযুক্তি যেন আরও এগিয়ে গেছে এই ফোন দুটিতে পাওয়া যেতে পারে Titan M2 চিপসহ Tensor G5 প্রসেসর। র‍্যাম ও স্টোরেজেও চমক আছে: সর্বোচ্চ 16GB RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। যারা ফোনে গেম খেলেন বা হেভি অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য নিঃসন্দেহে দারুণ খবর।

ক্যামেরার দিক থেকেও গুগল আবার প্রমাণ করতে চাচ্ছে তারা পিছিয়ে নেই। মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের, সঙ্গে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং আরেকটি ৪৮ মেগাপিক্সেলের ৫x টেলিফটো লেন্স থাকতে পারে। আর যারা সেলফিপ্রেমী, তাদের জন্য ৪২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে বলে খবর।

চার্জিং ও ব্যাটারিতেও পার্থক্য রয়েছে দুই মডেলের মধ্যে। Pixel 10 Pro-তে পাওয়া যাবে ৪৮৭০mAh ব্যাটারি এবং ২৮ ওয়াট চার্জিং, অন্যদিকে Pro XL মডেলে থাকছে ৫২০০mAh ব্যাটারি ও ৩৯ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর হ্যাঁ, ফোন দুটি IP68 রেটিংসহ আসতে পারে—মানে ধুলো-মাটি বা জল, কিছুতেই খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বায়োমেট্রিক সিকিউরিটিতে যুক্ত হতে পারে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

সব মিলিয়ে, এই ফ্ল্যাগশিপ জুটির অফিশিয়াল উন্মোচনের আগে যা কিছু শোনা যাচ্ছে, তাতে প্রযুক্তিপ্রেমীরা বেশ আগ্রহী। তবে গুগল শেষমেশ কী চমক দেয়, সেটা জানতে হলে ২০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Previous Post Next Post