সার্ভেইলেন্স স্যাটেলাইট প্রকল্পে বাড়ছে লাভের সম্ভাবনা, আলোচনায় HAL ও BEL-এর শেয়ার

ভারতের প্রতিরক্ষা খাতে এবার চোখ পড়েছে মহাকাশে। সামরিক নজরদারির জন্য ৫২টি নতুন ডেডিকেটেড স্যাটেলাইট দ্রুত মোতায়েনের সরকারি পরিকল্পনার ফলে আলোচনায় উঠে এসেছে দুই গুরুত্বপূর্ণ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)। এমনকি, এই প্রকল্পের হাত ধরে আগামী দিনে এই দুই কোম্পানির শেয়ার আরও আগ্রহ তৈরি করতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।



বর্তমানে HAL-এর শেয়ার দাঁড়িয়েছে ৪,৮৫৯.৯০ টাকায়, আর BEL-এর শেয়ার ৪২৩ টাকা ছুঁয়েছে। সরকার যেভাবে এই সার্ভেইলেন্স স্যাটেলাইট প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিচ্ছে, তাতে এই দুই কোম্পানির ভবিষ্যৎ রাজস্ব প্রবাহের ওপর বেশ ইতিবাচক প্রভাব পড়তে চলেছে।

HAL-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্পেস-বেসড সার্ভেইলেন্স-৩ (SBS-III)’ প্রোগ্রামের ফলে ভারতে ছোট ও মাইক্রো স্যাটেলাইটের চাহিদা একধাক্কায় অনেকটা বাড়বে। এর সরাসরি সুফল পেতে পারে HAL-এর SSLV (Small Satellite Launch Vehicle) পরিষেবা। ব্রোকারেজ ফার্ম InCred Equities জানিয়েছে, HAL একটি চটপটে ও নির্ভরযোগ্য লঞ্চ পরিষেবা দেওয়ার মতো অবস্থানে রয়েছে। সংস্থাটি এই প্রকল্পের একাংশের জন্য লঞ্চ অর্ডারও পেতে পারে।

HAL ইতিমধ্যে ISRO-এর কাছ থেকে ৫১১ কোটি টাকায় SSLV প্রযুক্তির মালিকানা অধিকার (ToT) অর্জন করেছে। এই চুক্তির আওতায় প্রশিক্ষণ ও দুটি ডেভেলপমেন্ট রকেটের কাজ রয়েছে। ভবিষ্যতে HAL স্বাধীনভাবে এই SSLV রকেট বানিয়ে লঞ্চ বা বিক্রি করতে পারবে। প্রত্যেকটি লঞ্চের জন্য আনুমানিক খরচ ৪০ থেকে ৮০ কোটি টাকা হতে পারে। বছরে ১০টি SSLV লঞ্চ হলে HAL-এর জন্য বার্ষিক ৬০০ থেকে ৮০০ কোটি টাকার রাজস্বের রাস্তা খুলে যেতে পারে।

অন্যদিকে, BEL-ও SBS-III প্রকল্পের দৌলতে বেশ কিছু সুযোগ পেতে চলেছে। কারণ, এই স্যাটেলাইটগুলোতে অ্যাডভান্সড রাডার ও কমিউনিকেশন পেলোড লাগবে। BEL ইতিমধ্যেই ISRO-র সঙ্গে চুক্তি করে দেশীয় মানের স্পেস-গ্রেড ট্রাভেলিং ওয়েভ টিউব অ্যাম্পলিফায়ার (TWTA) ও রাডার ইলেকট্রনিক্স তৈরির কাজে হাত দিয়েছে। InCred Equities সংস্থাটির শেয়ারে ‘Add’ রেটিং দিয়ে টার্গেট প্রাইস রেখেছে ৪৫৯ টাকা।

সব মিলিয়ে, প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই নতুন দৌড়ে HAL ও BEL নিজেদের জায়গা বেশ শক্তভাবে তৈরি করে নিচ্ছে তবে বাজার কতটা প্রতিক্রিয়া দেবে, সেটাই এখন দেখার।

Previous Post Next Post