অবশেষে চীনে অনুষ্ঠিত AI Ecosystem ইভেন্টে Honor আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল তাদের নতুন ফোল্ডেবল ফ্ল্যাগশিপ Honor Magic V5। কোম্পানির দাবি, এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে হালকা ও পাতলা ফোল্ডেবল স্মার্টফোন। ভাঁজ করা অবস্থায় ফোনটির পুরুত্ব মাত্র ৮.৮ মিমি এবং ওজন শুরু ২১৭ গ্রাম থেকে যা সত্যি বলতে গেলে, ফোল্ডেবল দুনিয়ায় একটা প্রকৌশল কীর্তি বলেই ধরা যায়।
Honor Magic V5 ডিসপ্লে ও ডিজাইন
ফোনটির ভেতরের স্ক্রিনটি ৭.৯৫ ইঞ্চির OLED, রেজল্যুশন ২৩৫২x২১৭২ পিক্সেল। বাইরের স্ক্রিনটি ৬.৪৩ ইঞ্চি, OLED প্যানেল, যার রেজল্যুশন ২৩৭৬x১০৬০। দুই স্ক্রিনেই রয়েছে ১২০ হার্জ এলটিপিও রিফ্রেশ রেট, ১০.৭ বিলিয়ন রঙ, ডিসিআই-পি৩ কালার গ্যামাট এবং সর্বোচ্চ ৫০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস HDR কনটেন্ট দেখার জন্য বেশ উপযোগী।
চোখের আরাম বজায় রাখতে আছে ৪৩২০ হার্জ PWM ডিমিং এবং AI-চালিত মোশন সিকনেস রিডাকশন। বাইরের ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে নতুন প্রজন্মের Giant Rhinoceros গ্লাস, যেটি আগের তুলনায় অনেক বেশি টেকসই।
ভাঁজ করা অবস্থায় ফোনের দৈর্ঘ্য ১৫৬.৮ মিমি এবং প্রস্থ ৭৪.৩ মিমি। হোয়াইট ভার্সনের পুরুত্ব ৮.৮ মিমি, অন্য রঙগুলোতে ৯.০ মিমি। আর খুলে নিলে ডিভাইসের পুরুত্ব নামে ৪.১ থেকে ৪.২ মিমিতে। ওজনেও হালকা: হোয়াইট ভার্সন ২১৭ গ্রাম, অন্য রঙগুলো ২২২ গ্রাম পর্যন্ত।
Honor Magic V5 হার্ডওয়্যার ও পারফরম্যান্স
Magic V5 চলছে Snapdragon 8 Elite চিপসেটে, সঙ্গে Adreno 830 GPU। তিনটি স্টোরেজ অপশন পাওয়া যাচ্ছে:
-
১২ জিবি RAM + ২৫৬ জিবি
-
১৬ জিবি RAM + ৫১২ জিবি
-
১৬ জিবি RAM + ১ টেরাবাইট
অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে MagicOS 9.0.1, যা Android 15 ভিত্তিক। সঙ্গে থাকছে Honor-এর YOYO AI অ্যাসিস্ট্যান্ট, যেটি পারসোনাল নলেজ বেস থেকে শুরু করে রিয়েল-টাইম ছবি সম্পাদনা, ডকুমেন্ট সারাংশ তৈরি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে স্মুথ কানেক্টিভিটি সবকিছুই সামলায়।
Honor Magic V5 ক্যামেরা ও ব্যাটারি
ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ:
-
৫০ মেগাপিক্সেল ওয়াইড (f/1.6)
-
৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড (f/2.0)
-
৬৪ মেগাপিক্সেল টেলিফটো (f/2.5)
৩x অপটিক্যাল ও ১০০x ডিজিটাল জুমের পাশাপাশি, ৪কে ভিডিও, লেজার ফোকাস, অপটিক্যাল ও ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন সবই রয়েছে। ফ্রন্ট ক্যামেরা দু’টি, ভেতর ও বাইরের স্ক্রিনে ২০ মেগাপিক্সেল করে, ৪কে ভিডিও ধারণে সক্ষম।
ব্যাটারি নিয়ে চমকটা এখানেই: অধিকাংশ ভ্যারিয়েন্টে ৫৮২০mAh, আর ১TB ভার্সনে ৬১০০mAh। ব্যবহার হয়েছে Qinghai Lake Blade ব্যাটারি বিশ্বের প্রথম ১৫–২৫% সিলিকনযুক্ত ব্যাটারি, যার এনার্জি ডেনসিটি ৯০১Wh/L। চার্জিং স্পিডও যথেষ্ট: ৬৬W ওয়্যার্ড, ৫০W ওয়্যারলেস, সঙ্গে রিভার্স চার্জিংও।
Honor Magic V5 দাম, ফিচারে প্রযুক্তির ছোঁয়া
ডিভাইসটি IP58 ও IP59 রেটিংসহ পানি ও ধুলোর বিরুদ্ধে সুরক্ষিত। হিঞ্জে মাইক্রন-লেভেলের কারিগরি সূক্ষ্মতা, তৈরি হয়েছে অ্যারোস্পেস-গ্রেড ফাইবার দিয়ে—যেটি স্টিলের তুলনায় ৪০ গুণ বেশি টেকসই, অথচ কাগজের চেয়েও হালকা।
চীনে দাম শুরু ৮৯৯৯ ইউয়ান (প্রায় ১,২৫৫ ডলার) থেকে। সবচেয়ে শক্তিশালী ১TB ভার্সনের দাম ১০,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৫৩৫ ডলার)। সঙ্গে থাকছে এক বছরের ‘Inner Screen Care’ পরিষেবা, যার বাজারমূল্য ১৩৯৯ ইউয়ান।
রঙের দিক থেকে পাওয়া যাবে চারটি অপশন: আইভরি হোয়াইট, ব্ল্যাক, ডন গোল্ড এবং রেডিশ ব্রাউন।
এই ফোনটা আসলে প্রযুক্তির আর স্টাইলের একটা মিশেল। তবে বাজারে ঠিক কতটা দাগ কাটতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।