বুমরাহকে তিনটি টেস্টে সীমাবদ্ধ রাখা উচিত নয়, মত ইয়ন বেলের

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে এখনই উত্তেজনা তুঙ্গে, আর সেই উত্তাপের মাঝেই মুখ খুললেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার ইয়ন বেল। তাঁর মতে, যদি জসপ্রীত বুমরাহ ফিট থাকেন, তাহলে তাঁকে মাত্র তিনটি টেস্ট ম্যাচে সীমাবদ্ধ রাখাটা যুক্তিযুক্ত হবে না। পাঁচ ম্যাচের এই মর্যাদাপূর্ণ সিরিজ, যা এখন "অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি" নামে পরিচিত, সেখানে ভারত যদি বুমরাহকে পূর্ণভাবে ব্যবহার না করে, সেটা তাদের জন্যই ক্ষতি হতে পারে।



বুধবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট, ভেন্যু বর্মিংহাম। তবে বুমরাহকে নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। ভারতের অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, পিচ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও তিনি পরিষ্কার করে বলেছেন, বুমরাহ নির্বাচনের জন্য প্রস্তুত আছেন।

৭৭০০-এর বেশি টেস্ট রান করা ইয়ন বেল পিটিআই-কে বলেন, “বুমরাহ যদি পুরো গ্রীষ্মে মাত্র তিনটা ম্যাচ খেলেন, তাহলে আমি সত্যিই অবাক হব। তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার। ও না খেললে ইংল্যান্ড খুশিই হবে। হ্যাঁ, ওকে রক্ষা করাটা দরকার, কিন্তু যদি সিরিজটা বাজির ওপর থাকে এবং ও পুরোপুরি ফিট থাকে তাহলে তো ওকে খেলতেই হবে।”

৪৩ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটারের ধারণা, যত ম্যাচ এগোবে, স্পিনারদের ভূমিকা তত বাড়বে। আর এখানেই ভারতের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে ওয়াশিংটন সুন্দরকে খেলাবে, যিনি জাডেজার সহায়ক হতে পারেন, না কি একেবারে আক্রমণাত্মক কুলদীপ যাদবকে বেছে নেবে, যিনি উইকেট নেওয়ার দিক থেকে বেশি কার্যকর।

বেলের ব্যাখ্যা, “এই পিচ প্রথম থেকেই ঘূর্ণি দেবে না, তবে চতুর্থ কিংবা পঞ্চম দিনে স্পিন ধরবে নিশ্চিতভাবে।” তাঁর মতে, এই পরিস্থিতিতে কুলদীপের মতো একজন ‘উভমুখী স্পিনার’ থাকাটা ইংল্যান্ডের নিচের সারির ব্যাটসম্যানদের জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠতে পারে।

তাঁর শেষ মন্তব্যে স্পষ্ট ভারতের যদি টেস্ট সিরিজ জেতার আশা থাকে, তাহলে রক্ষণাত্মক না হয়ে পুরো শক্তি দিয়েই মাঠে নামা উচিত। আর সেটা মানেই, বুমরাহ ও কুলদীপ দুজনকেই কাজে লাগানো।

Previous Post Next Post