লিডসে হারের পর সমালোচনার মুখে ভারতীয় বোলাররা, আশ্বিন জানালেন বাস্তব চিত্র

লিডসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে হারের পর থেকেই ভারতীয় বোলারদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন, এই পরাজয়ের মূল কারণ তারাই। তবে সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সে দাবি একেবারেই মানতে নারাজ। তার মতে, দোষ চাপানোর আগে পুরো চিত্রটা বোঝা দরকার।



অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে বলেন, "হারের পর কিছু মন্তব্য এতটাই একতরফা ছিল যে মনে হচ্ছিল, যেন ভারতীয় বোলাররাই সব গড়বড় করে দিয়েছে। এটা যথেষ্ট অসম্মানজনক লেগেছে আমার কাছে।"

এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা মোট পাঁচটি সেঞ্চুরি করেছিলেন, কিন্তু কেউই সেটাকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি। অশ্বিন প্রশ্ন তুলেছেন, "হ্যাঁ, সেঞ্চুরি হয়েছে ঠিকই, কিন্তু সেই 'ড্যাডি হান্ড্রেড' কই গেল? কেউই ম্যাচের রং পাল্টে দেওয়ার মতো ইনিংস খেলতে পারেননি।" শুধু তাই নয়, নীচের সারির ব্যাটারদের কাছ থেকেও বলার মতো কিছু আসেনি।

অশ্বিনের মতে, শুধু বোলারদের কাঠগড়ায় তোলা ঠিক নয়। তিনি বলেন, "ইংল্যান্ড চতুর্থ ইনিংসে ৩৭০-এর বেশি রান করে জয় ছিনিয়ে নেয়। এটা শুধু আমাদের বোলারদের দোষ নয়। ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে।"

বোলিং নিয়ে নিজের পর্যবেক্ষণও দিয়েছেন তিনি। "টেস্ট ক্রিকেটে ‘মেডেন ওভার’ এখন যেন গুরুত্ব হারিয়ে ফেলেছে। আমি ঠিকই বুমরাহর একটু বেশি রান দেওয়াকে মেনে নিতে পারি, কারণ ও একজন অ্যাটাকিং বোলার। কিন্তু বাকিদের একটু আঁটসাঁট হতে হতো। টেস্টে ধীরে ধীরে চাপ তৈরি করাটাই আসল, যেটার সুফল মেলে শেষ ইনিংসে।"

সবমিলিয়ে, অশ্বিনের বক্তব্যে স্পষ্ট সমালোচনা করতে হলে সেটার ভিতরটা বোঝা জরুরি। শুধু বোলারদের দোষারোপ করলেই চলবে না, খেলাটার গভীরে গিয়ে বিশ্লেষণ করাটাই বেশি প্রয়োজন। ভারত দল কিছু জায়গায় পিছিয়ে ছিল তা ঠিক। তবে পুরো দায় চাপানো কি একপেশে নয়?

Previous Post Next Post