এজবাস্টনের ঐতিহাসিক মাঠে আজ, ২ জুলাই বুধবার, শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় লড়াই। প্রথম ম্যাচে হারার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবার বেশ কিছু চমক নিয়ে নামতে চলেছে, অন্তত সূত্র বলছে তেমনই।
জসপ্রিত বুমরাহ, যাঁকে অনেকেই বোলিং আক্রমণের নেতা হিসেবে মানেন, তাঁকে এই টেস্টে হয়তো মাঠে দেখা যাবে না। কাজের চাপ কমানোর কৌশল হিসেবে তাঁকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা প্রবল। শুধু বুমরাহই নন, দলে বাদ পড়তে পারেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও তরুণ ব্যাটার সাই সুদর্শনও। সাই গত ম্যাচেই ডেবিউ করেছিলেন, তবে ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি।
এই পরিবর্তনের জায়গায় দলে দেখা যেতে পারে তিনটি নতুন মুখ। বুমরাহের জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ পেসার আকাশ দীপ, শার্দুলের জায়গায় ফিরতে পারেন স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং সাইয়ের পরিবর্তে খেলতে পারেন পেস অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। সব ঠিক থাকলে নীতীশই ব্যাটিং করবেন ছয় নম্বরে।
আর তিন নম্বর পজিশনে সাইয়ের বদলে ব্যাট করতে দেখা যেতে পারে অভিজ্ঞ করুণ নায়ারকে। আগের ম্যাচে যেখানে ছয় ব্যাটার, দুই অলরাউন্ডার ও তিন পেসার নিয়ে নেমেছিল ভারত, এবার সেই ফর্মেশনে আসছে খানিকটা পরিবর্তন। নতুন করে সাজানো কম্বিনেশনে দেখা যেতে পারে পাঁচ জন স্পেশালিস্ট ব্যাটার, তিন অলরাউন্ডার (যার মধ্যে দুইজন স্পিন বোলিং অলরাউন্ডার এবং একজন পেস বোলিং অলরাউন্ডার) ও তিন ফাস্ট বোলার।
এই পরিবর্তনগুলো কেমন কাজ করবে, তা এখনই বলা কঠিন। তবে টিম ম্যানেজমেন্ট যে দ্বিতীয় ম্যাচে ঝুঁকি নিতে প্রস্তুত, তা বলাই যায়।
ভারতের সম্ভাব্য একাদশ:
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপ।