টানা দ্বিতীয় জয় ভারতের, সিরিজে এগিয়ে ব্লু ব্রিগেড; প্লেয়ার অফ দ্য ম্যাচ আমনজোতের দুর্দান্ত ইনিংস

ভারতীয় নারী ক্রিকেট দল ও ইংল্যান্ডের নারী দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জমে উঠেছে লড়াই। তবে দ্বিতীয় ম্যাচটা একরকম নিজেদের দখলে নিয়ে নিলো ভারত। নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর ফিরেছেন বটে, কিন্তু ব্যাট হাতে খুব একটা প্রভাব ফেলতে পারেননি। যদিও দলের অভিজ্ঞ জেমাইমা রডরিগস আর তরুণী আমনজোত কৌরের ব্যাটে রানের জোয়ারে পৌঁছে যায় দল বড় স্কোরে।



বুধবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সাইভার ব্রান্ট। শুরুর দিকে তার সেই সিদ্ধান্ত কাজে আসতেও দেখা যায় মাত্র ৩১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে এখান থেকে হাল ধরেন জেমাইমা আর আমনজোত। দু’জনের ব্যাটে দেখা যায় আত্মবিশ্বাস, ঠাণ্ডা মাথার পরিকল্পনা আর দারুণ টাইমিং। জেমাইমা খেলেন ৪১ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস যেখানে ছিল ৯টি চারে ও একটি ছয়। অন্যদিকে, আমনজোতও সমান রান করেন (৬৩), তবে মাত্র ৪০ বলে, আর তিনিও হাঁকান ৯টি বাউন্ডারি। শেষদিকে রিচা ঘোষের ২০ বলে ৩২ রানের ছোট্ট ক্যামিও ভারতকে নিয়ে যায় ১৮১ রানের চৌকাঠে।

জবাবে খেলতে নেমে ইংল্যান্ড কিছুটা লড়াই করলেও ম্যাচে ফিরতে পারেনি। ট্যামি বুমন্ট করেন ৩৫ বলে ৫৪ আর অ্যামি জোন্স করেন ২৭ বলে ৩২ রান, তবে বাকিরা একেবারেই সুবিধা করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড থামে ১৫৭ রানে ২৪ রানে ম্যাচটা জিতে নেয় ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে গেছে হরমনপ্রীতের দল।

ভারতের হয়ে শ্রীচরণি ২টি, দীপ্তি ও আমনজোত ১টি করে উইকেট নেন। দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন আমনজোত কৌর। সিরিজের তৃতীয় ম্যাচ হবে আগামী শুক্রবার, ৪ জুলাই এখন দেখার, ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারে কিনা।

Previous Post Next Post