ইতিহাস গড়ার দোরগোড়ায় ভারতীয় নারী দল, লন্ডনে আজ সিরিজ জয়ের লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি

দুই ম্যাচের জোরালো জয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর ভারতের নারী ক্রিকেট দল আজ শুক্রবার লন্ডনের মাঠে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নামছে ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটা শুধুই এক জয়ের প্রশ্ন নয় এটা হতে পারে ইতিহাস গড়ার মুহূর্ত। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে সিরিজ জয়ের সুযোগ আগে কখনো আসেনি ভারতের সামনে।



দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ হারমানপ্রীত কৌর। সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল ভারত ৯৭ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও তারা ধরে রেখেছে সেই ছন্দ, ব্রিস্টলে ২৪ রানে জয় পেয়েছে, আর সেটা ছিল ওই মাঠে ইংল্যান্ড নারী দলের প্রথম টি-২০ হার। ফলে সিরিজ এখন ২-০তে ভারতের পক্ষে।

এই সাফল্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০০৬ সালে ডার্বিতে একমাত্র ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর, ভারত এরপর আর কোনো টি-২০ সিরিজ জিততে পারেনি তাদের বিরুদ্ধে। ঘরের মাঠ হোক বা বিদেশে, বারবার হারই সঙ্গী হয়েছে। তাই এবারের এই দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জন্য বিশেষ কিছু বিশেষ করে আগামী বছর ইংল্যান্ডেই যেহেতু নারী টি-২০ বিশ্বকাপ, এই পরিস্থিতি বেশ কাজে লাগবে প্রস্তুতির দিক থেকে।

ব্যাটিংয়ে স্মৃতি মন্ধানা শুরুতে চমকে দিয়েছিলেন সেঞ্চুরি করে। তার সঙ্গে দারুণ সঙ্গত করেছেন হারলিন দেওল। দ্বিতীয় ম্যাচে দল যখন চাপে, তখন আমনজোত কৌর আর জেমিমা রদ্রিগেজ অর্ধশতরান করে হাল ধরেছেন। তবে নজর থাকবে ওপেনার শেফালি বর্মার দিকে দলের বড় ভরসা হলেও এখনও পর্যন্ত ২৩ রানে থেমেছেন দুই ম্যাচ মিলিয়ে। হয়তো আজই বড় কিছু করে দেখাতে চাইবেন।

হারমানপ্রীতের ক্ষেত্রেও একটা প্রশ্ন থেকে যায় প্রথম ম্যাচে খেলতে পারেননি মাথায় চোট পাওয়ায়, আর দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে মাত্র দুই বল খেলেছেন। আজ মাঠে তার কিছুটা সময় থাকা জরুরি।

তবে বল হাতে কেউ নজর কেড়েছেন সত্যিই, তিনি হলেন বাঁহাতি স্পিনার শ্রী চরনী। প্রথম সিরিজেই ছয় উইকেট তুলে নিয়েছেন, সঙ্গে দারুণ ইকোনমি রেট। অন্যদিকে, ইংল্যান্ডের উদ্বোধনী জুটি সোফিয়া ডাঙ্কলি ও ড্যানি ওয়াট প্রত্যাশামতো শুরু এনে দিতে পারছেন না, যা দলের বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচটি শুরু হবে আজ রাত ১১টা ৫ মিনিটে (ভারতীয় সময়)।

দলসমূহ:

ভারত: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), যাস্তিকা ভাটিয়া, হারলিন দেওল, আমনজোত কৌর, স্নেহ রানা, দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চরনী, সায়ালি সাথঘারে, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়।

ইংল্যান্ড: নাটালি সিভার-ব্রান্ট (অধিনায়ক), ট্যামি বেউমন্ট (উইকেটকিপার), সোফিয়া ডাঙ্কলি, অ্যামি জোন্স (উইকেটকিপার), ড্যানি ওয়াট-হজ, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, পেইজ শলফিল্ড, এম অরলট, লরেন বেল, সোফি এক্লেস্টোন, লরেন ফিলার, লিন্সি স্মিথ, ইজি ওং।

Previous Post Next Post