ডব্লিউটিসিতে ভারতের জন্য ধারাবাহিকভাবে রান: শীর্ষে পন্ত, তালিকায় নতুন নাম যশস্বী

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়াল ৮৭ রানে থেমে যান মাত্র ১৩ রান দূরে ছিল তাঁর সেঞ্চুরি। যদিও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে, তবু তাঁর ধারাবাহিক ফর্ম নজর কেড়েছে সকলের। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে প্রতিটি টেস্টেই তিনি ৫০ রানের বেশি করেছেন, আর তাতেই জায়গা করে নিয়েছেন ডব্লিউটিসি-তে ভারতের হয়ে সবচেয়ে বেশি ৫০+ ইনিংস খেলা ব্যাটারদের শীর্ষ পাঁচে।



যারা ভাবছেন, শুধু হাফ সেঞ্চুরি না, এখানে যে কোনও ৫০ বা তার বেশি রান মানে সেঞ্চুরি, এমনকি ডাবল সেঞ্চুরিও ধরা হচ্ছে। এই তালিকার শীর্ষে রয়েছেন ঋষভ পন্ত। ২০১৯ সালে অ্যাশেজ দিয়ে শুরু হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পন্ত ভারতের হয়ে ৬২ ইনিংসে ১৯ বার ৫০ রানের বেশি করেছেন। খেয়াল করলে দেখা যাবে, তাঁর অনেক ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

এরপরই আছেন হিটম্যান রোহিত শর্মা। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে ডব্লিউটিসি-তে তিনি ৬৬ ইনিংসে ১৭ বার ৫০+ রানের ইনিংস খেলেছেন। তাঁর অনেক ইনিংসই ছিল প্রতিকূল পরিস্থিতিতে, যেখানে টিকে থাকাই ছিল চ্যালেঞ্জ।

তৃতীয় স্থানে উঠে এসেছেন তরুণ যশস্বী। ৩৯ ইনিংসে ১৬টি ৫০+ রানের ইনিংস আর সবই ডব্লিউটিসি যুগে। মানে এই তালিকায় তিনি শুরু থেকেই ছিলেন না, কিন্তু খুব দ্রুত নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। এটাই বুঝিয়ে দেয়, ভবিষ্যতে আরও কতটা উজ্জ্বল হতে পারে তাঁর টেস্ট ক্যারিয়ার।

চতুর্থ স্থানে রয়েছেন চেতেশ্বর পুজারা। এখন তিনি জাতীয় দলের বাইরে থাকলেও, ৬২ ইনিংসে ১৬ বার ৫০ পার করে বুঝিয়ে দিয়েছেন, ধৈর্য আর টেম্পারমেন্ট কতটা গুরুত্বপূর্ণ টেস্ট ক্রিকেটে।

পঞ্চম নামটা চমক হতে পারে কিং কোহলি। যদিও টেস্টকে বিদায় জানিয়েছেন, তবুও ৭৯ ইনিংসে ১৬টি ৫০+ ইনিংস খেলেছেন। তাঁর ব্যাটিং ছিল দৃষ্টিনন্দন, তবে শেষ দিকে ফর্ম কিছুটা চ্যালেঞ্জে পড়েছিল তা হয়তো তাঁকে একটু নিচে টেনে এনেছে।

এই তালিকাটা শুধু পরিসংখ্যান নয়, বরং একটা গল্প কেউ নতুন সূর্য, কেউ শেষ আলোয় দীপ্ত, কেউ আবার মাঝপথে হারিয়ে গেছেন। ক্রিকেট তো এমনই হয়ত পরের ম্যাচেই সব পাল্টে যাবে।

Previous Post Next Post