ইংল্যান্ড সিরিজের আগে রঙিন বল নিয়ে বিশেষ প্রস্তুতিতে ভারতীয় পেসাররা, হঠাৎই নজরে মোইন আলি

দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া, তবে একটু ভিন্ন কায়দায়। ভারতীয় ফাস্ট বোলারদের দেখা গেছে এমন বল নিয়ে প্র্যাকটিস করতে, যার অর্ধেক সাদা আর বাকি অর্ধেক লাল। প্রথমেই দেখা যায় জসপ্রীত বুমরাহকে এই দুই রঙের বল হাতে বোলিং করতে, এরপর একে একে অন্য পেসাররাও একইভাবে প্রস্তুতি নেয়।



আসলে এই ‘ডুয়াল কালার’ বল কোনো নতুন জিনিস নয়। দীর্ঘ আইপিএল ও সীমিত ওভারের ক্রিকেট খেলার পর ফাস্ট বোলারদের লাল বলের টেস্ট মুডে ফেরানোর জন্য এটা একটা কার্যকরী উপায় বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। বুমরাহর মতো বোলার, যাঁরা একটানা IPL-এ ব্যস্ত ছিলেন, তাঁদের লাইন ও লেন্থে ফের টেস্টের ছাপ ফেরাতে এই রঙিন বল বেশ কাজে আসছে বলেই দাবি করছেন দলের অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন ডোশাট।

তিনি বলেন, “এই ধরনের বল বিভিন্ন বল প্রস্তুতকারী সংস্থাই বানায়। আমরা আসলে বোলারদের শর্ট ফরম্যাটের অভ্যাস থেকে বের করে আনতে চাই। রঙিন বল সেই বদলের সিগন্যাল দেয় ভালোভাবে বোঝাতে সাহায্য করে।” কোচ আরও জানান, পেস বোলিং কোচ মর্নে মর্কেলের তত্ত্বাবধানে বেশ কিছুদিন ধরেই এই পদ্ধতি মেনে চলছেন বোলাররা।

এদিকে, সোমবার প্র্যাকটিসে একটা চমক দেখা গেল ইংল্যান্ড শিবিরে। এজবাস্টনে আচমকাই হাজির হলেন সাবেক অলরাউন্ডার মোইন আলি। ঘরের মাঠে তাঁর উপস্থিতি অবশ্য একেবারে ফাঁকা জায়গা থেকে আসেনি জানা যাচ্ছে, টার্নিং পিচে স্পিনারদের কাজে লাগবে এই অভিজ্ঞতার ঝুলি। কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও স্পিন কোচ জিতেন প্যাটেলকে মোইনের সঙ্গে লম্বা কথোপকথনে দেখা গেছে।

তবে সূত্র বলছে, মোইন এবার কেবল এক দিনের জন্যই এসেছেন। ইংল্যান্ড টিমের সঙ্গে তাঁর কোনও স্থায়ী কোচিং ভূমিকায় যোগ দেওয়ার সম্ভাবনা নেই। তিনি এখন অবসর জীবন কাটালেও বিশ্বের নানা প্রান্তে টি২০ লিগ খেলছেন নিয়মিত। সাম্প্রতিক IPL 2025-এও তিনি মাঠে ছিলেন।

এই অনুশীলন আর মোইনের উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল থাকলেও, ম্যাচের দিনেই বোঝা যাবে কতটা কাজে এল এই বিশেষ প্রস্তুতি।

Previous Post Next Post