ইংল্যান্ড দলের পেসার জোফ্রা আর্চারকে নিয়ে সোমবার হঠাৎ করেই বড়সড় আপডেট এসেছে। ৩০ জুন, সোমবার সকালে তিনি হঠাৎ করেই দলের প্র্যাকটিস সেশন ছেড়ে বাড়ির পথে রওনা দেন। ২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট, ভেন্যু এজবাস্টন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে আর্চার আদৌ এই টেস্টে খেলবেন তো?
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এক বিবৃতিতে জানিয়েছে, পারিবারিক জরুরি কারণে আর্চার সোমবার এজবাস্টনে দলের অনুশীলনে অংশ নিতে পারেননি। তবে আশা করা হচ্ছে, মঙ্গলবারই তিনি ফের দলের সঙ্গে যোগ দেবেন। যদিও এখনো পুরোপুরি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আর্চার ছিলেন না। বেশ কয়েক বছর ধরে তিনি কনুইয়ের চোটে ভুগছেন। শেষবার লাল বলের টেস্ট খেলেছিলেন ২০২১ সালে, ভারতের বিপক্ষে আহমেদাবাদে। সম্প্রতি ডমেস্টিক ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পর ফের নির্বাচকদের নজরে আসেন। এরপরই প্রথম টেস্টের ঠিক আগে তাকে স্কোয়াডে নেওয়া হয়।
প্রথম টেস্টে ইংল্যান্ড ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পায়, লিডসের সেই ম্যাচে আর্চার খেলেননি, তবে মাঠের পাশে দেখা গিয়েছিল তাকে। বলা চলে, তার ফিটনেসে সন্তুষ্ট হয়েই টেস্ট দলে ফেরানো হয়েছে তাকে।
তবে দ্বিতীয় টেস্টে তার খেলা এখনও অনিশ্চিত। পরিবারে জরুরি পরিস্থিতি এরকম সময়ে খেলোয়াড় মানসিকভাবে কতটা প্রস্তুত থাকবেন, সেটা বলা কঠিন। এদিকে ECB এবার হয়তো ম্যাচের একদিন আগেই ফাইনাল একাদশ ঘোষণা করবে, যা খুব একটা স্বাভাবিক ঘটনা নয়।
বুধবার থেকে শুরু হতে চলা টেস্টে যদি আর্চার ফেরেন, তবে সেটা দলের জন্য বড় সুবিধা হতে পারে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। চোখ রাখতে হবে মঙ্গলবারের আপডেটের দিকেই।