১২ হাজার টাকার নিচে মটোরোলার তিনটি দুর্দান্ত স্মার্টফোন, শুরু মাত্র ৭৯৫০ টাকা থেকে

স্মার্টফোন বাজারে বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের চাহিদা বরাবরই বেশি, আর সেই জায়গাতেই মটোরোলা বেশ ভালো খেলছে। যদি আপনি ১২ হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন খুঁজছেন, তাহলে মটোরোলার এই তিনটি মডেল আপনার নজর কাড়তেই পারে। মজার ব্যাপার হলো, এই তালিকায় থাকা তিনটি ফোনের মধ্যে দুটো কিন্তু ৫জি সাপোর্ট করে। আর সবচেয়ে সস্তা ফোনটির দাম মাত্র ৭,৯৫০ টাকা!



মটো G05 4G – দাম: ₹৭,৯৫০

যারা একেবারে বাজেট সীমায় থেকে একটা নির্ভরযোগ্য স্মার্টফোন চাইছেন, তাদের জন্য Moto G05 4G একটা ভালো অপশন হতে পারে। এতে আছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর, আর এর ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লেটি দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট বড় ও পরিষ্কার।

ফটোগ্রাফির কথা বললে, এর ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাটি মোটামুটি ভালো কাজ দেয়। ৫২০০mAh ব্যাটারি তো থাকছেই, তার সঙ্গে ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট – যা এই দামে সত্যিই একটা ভালো চমক।

মটো G35 5G – দাম: ₹১০,৩৪৯

৫জি চাচ্ছেন? তাহলে এই মডেলটি চোখে পড়তেই পারে। এতে আছে Unisoc T760 প্রসেসর, ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। ফোনের ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে চোখে আরাম দেবে।

ব্যাটারিও মন্দ নয় ৫০০০mAh ক্ষমতার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। আর ক্যামেরা? এখানেও আছে সেই ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর।

মটো G45 5G – দাম: ₹১১,৭৪৮

এটাই তালিকার সবচেয়ে পাওয়ারফুল মডেল। ৮জিবি র‍্যাম আর ১২৮জিবি স্টোরেজ তো থাকছেই, তার সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে যা গেমিং বা স্ক্রলিংয়ের অভিজ্ঞতা মসৃণ করে তোলে।

প্রসেসর হিসেবে আছে Snapdragon 6s Gen 3, যা নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। ব্যাটারিও যথেষ্ট বড়  ৫০০০mAh। আর ডলবি অ্যাটমস অডিও এই ফোনের মাল্টিমিডিয়া অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

সব মিলিয়ে, যদি কম বাজেটে ভালো ফোন খোঁজেন, তাহলে এই তিনটি মটো ফোন আপনার তালিকায় রাখা যেতেই পারে। তবে কোনটি সবচেয়ে উপযুক্ত সেটা নির্ভর করছে আপনি ঠিক কী খুঁজছেন তার ওপর।

Previous Post Next Post