ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ‘ক্যাপ্টেন কুল’ নামটা শুনলেই চোখে ভেসে ওঠে মহেন্দ্র সিং ধোনির মুখ। মাঠে যেকোনো চাপের মুহূর্তে তাঁর ঠান্ডা মাথার সিদ্ধান্ত অনেকবার ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। সেই জনপ্রিয় ডাকনামকে এবার আইনি সুরক্ষা দিতে উদ্যোগী হলেন খোদ ধোনিই।
জানা গেছে, ‘Captain Cool’ শব্দবন্ধটি নিজের নামে স্বত্বাধিকার হিসেবে পেতে ইতিমধ্যেই ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন এমএস ধোনি। আবেদনটি করা হয় ৫ জুন, এবং ১৬ জুন তা সরকারিভাবে ট্রেডমার্ক জার্নালে প্রকাশও পায়। এখন ১২০ দিনের মধ্যে যদি কেউ আপত্তি না তোলে, তাহলে নামটির একচ্ছত্র ব্যবহারের অধিকার চলে যাবে ধোনির হাতে।
ধোনির আবেদনটি মূলত ক্রীড়া প্রশিক্ষণ, কোচিং এবং খেলার নানা পরিষেবার ক্ষেত্রের জন্য করা হয়েছে। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পোর্টালের তথ্য অনুযায়ী, এটি এখন ‘স্বীকৃত এবং বিজ্ঞাপিত’ অবস্থায় রয়েছে।
তবে, ব্যাপারটা এখানেই থেমে নেই। এই ‘Captain Cool’ শব্দবন্ধের উপর আগেই, ২০২৩ সালের জুন মাসে, ‘প্রভা স্কিল স্পোর্টস (ওপিসি) প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থা আবেদন জানিয়েছিল। কিন্তু সেই আবেদন এখনো চূড়ান্ত নয়—তা ‘সংশোধন দাখিল করা হয়েছে’ পর্যায়ে রয়েছে।
ধোনির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘Captain Cool’ নামটি তাঁর সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে, অন্য কেউ সেটি ব্যবহার করলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বা নামটির অপব্যবহার হওয়ার সম্ভাবনাও আছে। তাই আগেভাগেই বিষয়টি আইনি পথে সুরক্ষিত রাখতে চাইছেন তিনি।
উল্লেখ্য, চলতি মাসেই আইসিসি’র ‘হল অফ ফেম’-এ জায়গা করে নিয়েছেন ধোনি, অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেন এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার মতো কিংবদন্তিদের সঙ্গে। শেষবার তাঁকে দেখা গেছে আইপিএল ২০২5-এ মাঠে নামতে। গুঞ্জন রয়েছে, এবার হয়তো অবসর নিতে পারেন তিনি, যদিও এ নিয়ে ধোনি এখনো মুখ খোলেননি।
ক্যাপ্টেন কুল কি মাঠ ছাড়ার আগেই তাঁর নামটাকেও ‘রিটারায়ার’ করতে চাইছেন? সময়ই বলবে।