১ জুলাই থেকে প্যান, রেল টিকিট, আইটিআর ও ক্রেডিট কার্ডে নতুন নিয়ম, কিছু সুবিধা, কিছু বাড়তি ঝামেলা

আজ ১ জুলাই থেকে চালু হলো একগুচ্ছ নতুন নিয়ম, যা প্যান কার্ড থেকে শুরু করে রেল টিকিট, ইনকাম ট্যাক্স রিটার্ন ও ক্রেডিট কার্ড সব কিছুর উপরই প্রভাব ফেলবে। সরকার ও ব্যাংকের তরফে দাবি, এসব নিয়ম নিরাপত্তা জোরদার করা, ডিজিটাল লেনদেনকে সহজতর করা এবং আইনগত স্বচ্ছতা আনার লক্ষ্যেই আনা হয়েছে। তবে অনেক সাধারণ নাগরিকের জন্য এই পরিবর্তন কিছুটা বাড়তি ঝক্কি ও খরচের কারণ হতে পারে, সে কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



প্যান কার্ড পেতে এখন শুধুই আধার লাগবে

আগে যেখানে ড্রাইভিং লাইসেন্স বা জন্ম সনদের মতো নথি দিয়ে প্যান কার্ড পাওয়া যেত, এখন থেকে সেটি আর সম্ভব নয়। ১ জুলাই থেকে নতুন প্যান কার্ড তৈরির জন্য আধার বাধ্যতামূলক করা হয়েছে। যাঁদের প্যান আগেই আছে কিন্তু এখনও আধারের সঙ্গে লিঙ্ক করেননি, তাঁদের জন্য সময় দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে না করলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তখন ট্যাক্স ফাইল করা থেকে শুরু করে ব্যাংকিং সবই আটকে যাবে।

তৎকাল রেল টিকিটেও আধার বাধ্যতামূলক

রেলের তৎকাল টিকিট বুকিং এবার আধার ছাড়াই সম্ভব নয়। শুধু তাই নয়, ১৫ জুলাই থেকে দুই স্তরের ওটিপি যাচাই চালু হচ্ছে অনলাইন হোক বা কাউন্টার থেকে টিকিট কেনা, মোবাইলে আসা ওটিপি না দিলে আর টিকিট মেলবে না। পাশাপাশি, রেল ভাড়াও বাড়তে পারে। আলোচনা চলছে, নন-এসি কোচে প্রতি কিমিতে ১ পয়সা আর এসিতে ২ পয়সা করে ভাড়া বাড়ানো হতে পারে। যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি।

আইটিআর ফাইল করার সময়সীমা বাড়ল

যাঁরা আয়কর দেন, তাঁদের জন্য একটু স্বস্তির খবর। আইটিআর ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে। মানে এখন হাতে আছে প্রায় দেড় মাস সময়। তবে বিশেষজ্ঞরা বলছেন, শেষ মুহূর্তে ভিড় বা সার্ভার সমস্যায় পড়তে না চাইলে আগে থেকেই কাজ সেরে ফেলা ভালো।

ক্রেডিট কার্ডে নতুন চার্জ ও নিয়মে বদল

এসবিআই, এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের জন্য বেশ কিছু পরিবর্তন এসেছে।

এসবিআই কার্ড: 'এলিট' ও 'মাইলস' প্রিমিয়াম কার্ডে এয়ার অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স সুবিধা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, সর্বনিম্ন বকেয়া (MAD) হিসাবের পদ্ধতিও বদলানো হচ্ছে।

এইচডিএফসি ব্যাংক: অনলাইন গেমিংয়ে ১০,০০০ টাকার বেশি খরচ, ৫০,০০০ টাকার ওপরে ইউটিলিটি বিল পরিশোধ, অথবা ডিজিটাল ওয়ালেটে একবারে ১০,০০০ টাকার বেশি লেনদেনে এখন থেকে ১% চার্জ দিতে হবে (সর্বোচ্চ ৪,৯৯৯ টাকা)।

আইসিআইসিআই ব্যাংক: নিজস্ব এটিএম-এ প্রথম ৫ বার ফ্রি লেনদেন, তারপর প্রতি বার ২৩ টাকা। অন্য ব্যাংকের এটিএম-এ মেট্রো শহরে ৩ ও নন-মেট্রোতে ৫ বার ফ্রি লেনদেনের পর একই চার্জ লাগবে। ব্যালেন্স চেক করলেও ৮.৫০ টাকা চার্জ। বিদেশি এটিএম থেকে টাকা তোলায় লাগবে ১২৫ টাকা + ৩.৫% কারেন্সি চার্জ।

নগদ জমা: ক্যাশ রিসাইক্লার মেশিনে প্রথম তিন বার ফ্রি, এরপর প্রতি ট্রানজাকশনে ১৫০ টাকা। মাসে ১ লাখের বেশি জমা করলে লাগবে ১৫০ টাকা বা প্রতি ১,০০০ টাকায় ৩.৫ টাকা—যেটা বেশি।

সব মিলিয়ে, নতুন নিয়মগুলো কারও কাছে স্বস্তির, তো কারও কাছে বাড়তি হিসেবের ঝামেলা। এখন দেখার, এগুলোর বাস্তব প্রভাব ঠিক কতটা পড়ে সাধারণ মানুষের উপর।

Previous Post Next Post