১ জুলাই ভারতে আসছে Nothing Phone 3, ফিচার আর ডিজাইনে থাকছে বেশ কিছু চমক

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আবারও ভারতের বাজারে পা রাখতে চলেছে মার্কিন ব্র্যান্ড Nothing-এর নতুন স্মার্টফোন, Nothing Phone 3। আগামী ১ জুলাই ফোনটি অফিশিয়ালি লঞ্চ হতে চলেছে। গতবারের মডেল, অর্থাৎ Nothing Phone 2, ২০২৩ সালে এসেছিল, সেদিক থেকে দেখলে প্রায় দু’বছরের বিরতির পর এই ফোনটি আসছে।



এবার কোম্পানির তরফে খুব একটা তথ্য সামনে না এলেও, গত কয়েক সপ্তাহে একাধিক লিক আর টিজার ফোনটির ডিজাইন ও ফিচার সম্পর্কে অনেকটাই ধারণা দিয়েছে। গুঞ্জন অনুযায়ী, Nothing Phone 3-এ থাকবে আরও উন্নত ক্যামেরা সেটআপ, দ্রুত চার্জিংয়ের সুবিধা এবং কিছুটা নতুন ধরনের ডিজাইন।

শোনা যাচ্ছে, এই ফোনে থাকবে Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8s Gen 4 চিপসেট, যা আগের ফোনের Snapdragon 778G-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। যদিও এটি Qualcomm-এর সবচেয়ে প্রিমিয়াম চিপ নয়, তবু ডেইলি ইউজ, গেমিং আর মাল্টিটাস্কিং-এর জন্য এটি বেশ ভালো পারফর্ম করতে পারে। আগেই এই চিপসেট ব্যবহার করেছে iQOO Neo 10 আর Poco F7-এর মতো ফোনগুলো, যেগুলোর দাম ৩৫ হাজার টাকার নিচে।

তবে প্রশ্ন থেকে যায় Nothing যদি এই ফোনকে প্রিমিয়াম প্রাইস রেঞ্জে আনতে চায়, তাহলে তারা বাজারে সেটিকে ঠিক কোন দামে উপস্থাপন করবে?

ক্যামেরা সেটআপে থাকবে বড় চমক

স্টোরেজ অপশনেও এবার ভ্যারিয়েশন থাকবে। একদিকে ১২GB RAM + ২৫৬GB স্টোরেজ, অন্যদিকে ১৬GB RAM + ৫১২GB স্টোরেজ ভ্যারিয়েন্ট আসতে পারে। হেভি ইউজারদের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো চয়েস। তবে আসল নজর কাড়বে ক্যামেরা। সূত্র বলছে, এতে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সঙ্গে থাকবে আরেকটি ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর ও একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।

সেলফি ক্যামেরাও এবার আরও উন্নত হতে পারে। ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলেই শোনা যাচ্ছে, এবং এতে সম্ভবত অটোফোকাসও থাকবে, যা ভিডিও কল এবং সেলফির ক্ষেত্রে পরিষ্কার একটা উন্নতি।

ডিসপ্লে ও ব্যাটারিতে পরিবর্তন

ডিসপ্লে সাইজ সম্ভবত আগের মতোই থাকবে ৬.৭ ইঞ্চির LTPO OLED প্যানেল। স্ক্রিনটি স্মুথ এক্সপেরিয়েন্সের পাশাপাশি ব্যাটারি সাশ্রয়েও সাহায্য করবে। এবার ব্যাটারি আরও বড় হতে পারে—৫১৫০mAh, যা আগের ৪৭০০mAh থেকে বেশি। আর ফাস্ট চার্জিং? লিক বলছে, ১০০W পর্যন্ত চার্জিং সাপোর্ট থাকবে। যদিও ওয়্যারলেস চার্জিং থাকছে কিনা, সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিত নয়।

নতুন ডিজাইন, নতুন চমক

Nothing Phone 3-এর ডিজাইনেও এবার টুইস্ট থাকছে। ট্রান্সপারেন্ট ব্যাক থাকলেও, ক্যামেরা লেআউটে থাকবে বড় পরিবর্তন। এবার তিনটি ক্যামেরা আলাদা জায়গায় বসানো হতে পারে। Glyph লাইটও নতুনভাবে দেওয়া হবে, যা কোম্পানি ‘Glyph Matrix’ নাম দিতে পারে।

কালার অপশনের মধ্যে থাকতে পারে ব্ল্যাক আর অফ-হোয়াইট। ক্যামেরা সেন্সরগুলি আগের তুলনায় বড় আর কিছুটা উঁচু হতে পারে, যা সম্ভবত নতুন পেরিস্কোপ লেন্সের জন্য। নতুনভাবে eSIM সাপোর্টও যুক্ত হতে পারে, যা আগের মডেলে ছিল না। সফটওয়্যারে থাকবে Nothing OS-এর নতুন ভার্সন, আগের মতোই পরিষ্কার ও ফাস্ট।

দাম কত হতে পারে?

গ্লোবাল রিপোর্ট বলছে, Nothing Phone 3-এর দাম ৭৯৯ ডলার হতে পারে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮ হাজার টাকা। তবে ভারতে ফোনটির দাম কিছুটা কম রাখা হতে পারে। অনুমান করা হচ্ছে, এর দাম হতে পারে ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে। এই দামে এটি বাজারে Google Pixel 9a এবং iPhone 16e-এর মতো ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

Nothing Phone 2-এর প্রারম্ভিক দাম ছিল ৪৪,৯৯৯ টাকা। তাই Phone 3 যদি ৫০-৬০ হাজার রেঞ্জে আসে, তাহলে নিঃসন্দেহে এটি একটি প্রিমিয়াম ফোন হিসেবেই দেখা যাবে।

Previous Post Next Post