POCO তাদের নতুন স্মার্টফোন F7 5G আজ দুপুর ১২টা থেকে ভারতে প্রথমবারের মতো বিক্রির জন্য উন্মুক্ত করেছে। ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই ফোন, যেটি গত সপ্তাহেই ভারতে এবং আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে। তবে মূল আকর্ষণ? 7550mAh-র বিশাল ব্যাটারি POCO-র ইতিহাসে সবচেয়ে বড়!
শুধু ব্যাটারিই নয়, ফোনটিতে রয়েছে দারুণ ক্যামেরা, বড় RAM ও স্টোরেজ, আর রয়েছে IP66, IP68 এবং IP69 রেটিং মানে ধুলো, পানি কিংবা কাদায় ভিজে গেলেও খুব একটা চিন্তার কিছু নেই। স্ক্রিনের মধ্যেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর উপরে থাকছে কর্নিং গরিলা গ্লাস ৭-এর সুরক্ষা।
POCO F7 5G দাম ও অফার
F7 5G তিনটি রঙে এসেছে Frost White, Cyber Silver, আর Phantom Black। দুটি স্টোরেজ অপশনে বিক্রি হচ্ছে ফোনটি:
-
12GB RAM + 256GB স্টোরেজ: ₹৩১,৯৯৯
-
12GB RAM + 512GB স্টোরেজ: ₹৩৩,৯৯৯
প্রথম বিক্রিতে থাকছে কিছু চমকপ্রদ ছাড় যেমন ₹২০০০ পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে ৫% পর্যন্ত ক্যাশব্যাক, আর নো-কস্ট EMI-এর সুবিধাও থাকছে। এককথায়, দাম অনুযায়ী অফারটা একেবারে লোভনীয়।
ফিচারে ঠাসা এক পাওয়ারহাউস
গেমার কিংবা হেভি ইউজার দু’জনেরই জন্য এটা হতে পারে দারুণ একটা পছন্দ। ফোনে রয়েছে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, HDR10+ সাপোর্টসহ 3200 নিটস পর্যন্ত ব্রাইটনেস। 120Hz রিফ্রেশ রেট স্ক্রলিং-এ দেয় একদম স্মুদ ফিলিং।
ভেতরের দিকটাও কম নয় Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসরের সঙ্গে রয়েছে 12GB LPDDR5X RAM আর 512GB UFS 4.1 স্টোরেজ। ভার্চুয়ালি RAM বাড়িয়ে ২৪GB পর্যন্ত নেওয়া সম্ভব। 6000mm² ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম ফোনকে ঠান্ডা রাখে, বিশেষ করে গেমিং-এর সময়।
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15-এর উপর ভিত্তি করে তৈরি Xiaomi HyperOS 2। কোম্পানি জানাচ্ছে, ফোনটি পাবে ৪ বছরের OS আপডেট আর ৬ বছরের সিকিউরিটি প্যাচ।
POCO F7 5G ক্যামেরা ও ব্যাটারি
পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য সামনে থাকছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।
সবচেয়ে উল্লেখযোগ্য অংশ অবশ্যই এর 7550mAh ব্যাটারি, যা 90W USB Type-C ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। দিনে যতই ব্যস্ততা থাকুক, ব্যাটারি কিন্তু আপনার পাশে থাকবে এটা নিশ্চিত বলাই যায়।
এই দামে, এই ফিচারে এটা যে বাজিমাত করতে পারে, তা বলা যায় নিঃসন্দেহে। এখন দেখার বিষয়, ক্রেতারা কতটা সাড়া দেন।