প্রথম সেলেই বাজিমাত করল Poco F7 5G, চোখধাঁধানো স্পেসিফিকেশনে মুগ্ধ ক্রেতারা

নতুন ফোন Poco F7 5G নিয়ে বাজারে ঝড় তুলে দিয়েছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Poco। প্রথম সেলেই স্টক শেষ একেবারে সোল্ড আউট! সংস্থার তরফে এক্স (পূর্বের টুইটার) পোস্টে এই খবর জানানো হয়েছে। দামের তুলনায় যা ফিচার দিচ্ছে, তাতে ফোনটিকে ঘিরে উত্তেজনা কিছুটা প্রত্যাশিতই ছিল। Snapdragon 8s Gen 4 প্রসেসর, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এই সবই মাত্র ₹31,999 থেকে শুরু হওয়া এক ফোনে পাওয়া সত্যিই চমকে দেওয়ার মতো।



কী আছে Poco F7-এ?

প্রথমেই নজর কাড়ে এর ডিসপ্লে। 6.7 ইঞ্চির OLED প্যানেলে রয়েছে 1.5K রেজোলিউশন (2800x1280 পিক্সেল), 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 3200 নিটস ব্রাইটনেস। উপরন্তু Dolby Vision-এর সাপোর্ট থাকায় স্ট্রিমিং বা ভিডিও দেখা আরও জমজমাট হবে বলেই আশা। স্ক্রিন সুরক্ষায় আছে Gorilla Glass 7i তাই হাত থেকে পড়ে গেলেও একটু নিশ্চিন্ত থাকা যায়।

ফোনে রয়েছে 12GB LPDDR5x RAM ও সর্বোচ্চ 512GB UFS 4.1 স্টোরেজ। পারফরম্যান্সে গতি আনতে ভরসা Snapdragon 8s Gen 4 চিপসেট, যা হালফিলের যেকোনো হেভি ইউজ বা গেমিং অ্যাপ্লিকেশনে দিব্যি সামলে নিতে পারবে।

ক্যামেরার দিকেও Poco ছাড় দেয়নি। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। সেলফি প্রেমীদের জন্য সামনে 20 মেগাপিক্সেলের শ্যুটার রাখা হয়েছে। ব্যাটারিও বেশ মজবুত 7550mAh ক্ষমতার, যার সঙ্গে থাকছে 90W ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ফলে ফোন পুরো চার্জ হতে সময় লাগবে না বিশেষ।

এই ফোন Android 15-ভিত্তিক HyperOS 2-এ চলে। সিকিউরিটির জন্য রয়েছে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। জল-ধুলো থেকেও ফোনটিকে রক্ষা করতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে এটা বেশ দামী ফোনেও সচরাচর দেখা যায় না।

কানেক্টিভিটির দিক থেকে পাওয়া যাবে 5G, Dual 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 5.4, USB Type-C এবং NFC-এর মতো আধুনিক ফিচার। ফোনটি ফ্রস্ট হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক ও সাইবার সিলভার এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

প্রথম সেলেই সাড়া জাগানো এই Poco F7 5G বাজারে আগামী দিনে কী রকম প্রতিযোগিতা তৈরি করে, সেটাই এখন দেখার। কিন্তু শুরুটা যে দারুণ হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

Previous Post Next Post