শাওমির জনপ্রিয় স্মার্টফোন সিরিজ Redmi Note 14 Pro 5G এবার নতুন রূপে হাজির হয়েছে। ১ জুলাই, Xiaomi India তাদের এই সিরিজে নিয়ে এসেছে একেবারে নতুন Champagne Gold কালার ভ্যারিয়েন্ট যা এখন থেকে Redmi Note 14 Pro+ 5G ও Redmi Note 14 Pro 5G, দুই মডেলেই পাওয়া যাবে। যাঁরা চেহারা আর পারফরম্যান্স দুটোতেই সমান গুরুত্ব দেন, এই রঙটা তাঁদের জন্য নিঃসন্দেহে এক আকর্ষণীয় পছন্দ হতে চলেছে।
নতুন এই গোল্ড রঙটি ফোনটিকে দিয়েছে এক ঝকঝকে প্রিমিয়াম লুক, যা বেশ নজরকাড়া। আগের Spectre Blue, Titan Black আর Phantom Purple-এর পাশাপাশি এবার এই Champagne Gold আরও একটা অপশন হয়ে উঠছে ক্রেতাদের জন্য। আর শুধু রঙ নয়, এই মাস থেকেই এই ডিভাইসগুলোর দামে মিলছে বড়সড় ছাড়, সঙ্গে রয়েছে কিছু দারুণ লঞ্চ অফারও।
কী আছে নতুন Redmi Note 14 Pro সিরিজে?
Redmi Note 14 Pro+ 5G তে রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K, রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০০ নিট পর্যন্ত। ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের দিক থেকে এতে আছে Dolby Vision এবং Dolby Atmos সাপোর্ট যা মুভি বা ভিডিও দেখার সময় একেবারে থিয়েটারের অনুভূতি এনে দেয়।
ক্যামেরার দিক থেকে Note 14 Pro+ 5G তে থাকছে ৫০ মেগাপিক্সেলের Light Hunter 800 সেন্সর, যার সঙ্গে আছে সুপার OIS প্রযুক্তি। অতিরিক্তভাবে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২.৫x টেলিফটো ক্যামেরা, সেটাও ৫০ মেগাপিক্সেলের। অন্যদিকে, Redmi Note 14 Pro 5G মডেলে রয়েছে Sony LYT-600 সেন্সর যুক্ত ৫০MP প্রাইমারি ক্যামেরা, যা ক্লারিটি এবং ডিটেলে চমৎকার।
ফোনটির স্থায়িত্বও চোখে পড়ার মতো। Redmi Note 14 Pro+ 5G-ই ভারতের প্রথম স্মার্টফোন যাকে TUV Rheinland ৫-স্টার রেটিং দিয়েছে। IP68 রেটিং থাকায় ফোনটি জল ও ধুলোর প্রতিরোধে সুরক্ষিত। গ্লাস প্রোটেকশনের জন্য আছে Corning Gorilla Glass Victus 2 এবং 7i কভার। শক্তির দিক থেকে, এতে রয়েছে ৬২০০mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, যা শাওমির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি। সঙ্গে আছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
Redmi Note 14 Pro 5G তে রয়েছে ৫৫০০mAh ব্যাটারি এবং ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট। দুইটি ফোনেই চলেছে HyperOS 2 এবং AI-চালিত Gemini ফিচার, লাইভ ভিডিও সাবটাইটেল, সার্কেল-টু-সার্চ এর মতো আধুনিক টুলস।
এখন কত দামে মিলবে?
দামেও এসেছে বড় পরিবর্তন। Redmi Note 14 Pro+ 5G এর ৮GB RAM ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায় ব্যাংক ডিসকাউন্ট ধরলে সেটা নেমে আসছে ২৬,৯৯৯ টাকায়। অন্য ভ্যারিয়েন্টগুলোর মধ্যে ৮GB+২৫৬GB এর দাম পড়ছে ২৮,৯৯৯ টাকা এবং ১২GB+৫১২GB এর দাম ৩১,৯৯৯ টাকা।
Redmi Note 14 Pro 5G এর ৮GB+১২৮GB ভ্যারিয়েন্টের ইফেক্টিভ দাম এখন ২১,৯৯৯ টাকা। আর ৮GB+২৫৬GB সংস্করণ পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। ফোনগুলো পাওয়া যাবে mi.com, Amazon, Flipkart এবং শাওমির অফিশিয়াল রিটেইল স্টোরে। লঞ্চ অফারের মধ্যে থাকছে ₹১০০০ পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট ও নো-কস্ট EMI-এর সুবিধা।