১৬ হাজার ৯৯৯ টাকায় স্যামসাংয়ের ৫জি ফোন, Galaxy M35-এ বিশাল ছাড়!

১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে একটি ভালো ৫জি স্মার্টফোন খুঁজছেন? তাহলে স্যামসাং-এর নতুন অফার আপনার মন ভরিয়ে দিতেই পারে। জনপ্রিয় Galaxy M সিরিজের M35 5G মডেলটি এখন আগের থেকে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে।



লঞ্চের সময় এই ফোনের ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। কিন্তু টেলিকম টকের রিপোর্ট বলছে, এখন Amazon India-তে এটি ৩ হাজার টাকা ছাড়ে মাত্র ১৬,৯৯৯ টাকায় মিলছে। এককথায়, দামে এমন ফিচার একটু চমক তো লাগেই।

এই ফোনটি ৮ জিবি RAM ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনেও আসে, মানে যারা একটু হেভি ইউজার, তাদের জন্যও জায়গা রয়েছে। ক্যামেরা বিভাগেও স্যামসাং বেশ কৃপণতা করেনি মিলছে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর, সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি প্রেমীদের জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এবার আসা যাক স্ক্রিন ও পারফরম্যান্সে। ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz এবং পিক ব্রাইটনেস ১০০০ নিটস পর্যন্ত পৌঁছায় যার মানে হলো, রোদ্দুরেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। ভিতরে কাজ করছে Exynos 1380 চিপসেট, যা পারফরম্যান্সে যথেষ্ট স্মার্ট।

আর ব্যাটারি? এখানে স্যামসাং দিয়েছে দানবীয় ৬০০০mAh ক্ষমতার ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি চলছে Android 14-এর উপর ভিত্তি করে তৈরি OneUI 6.1-এ। নিরাপত্তার দিকটিও মজবুত সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর মিউজিক লাভারদের জন্য থাকছে স্টেরিও স্পিকার ও Dolby Atmos সাপোর্ট।

সব মিলিয়ে, এই দামে এই ফিচার Galaxy M35 5G এখন বাজেটের মধ্যে একটি আকর্ষণীয় পছন্দ হয়ে উঠেছে। তবে কতদিন এই অফার চলবে, সেটা এখনই বলা মুশকিল। যারা কিনতে চান, হয়তো আর দেরি না করাই ভালো।

Previous Post Next Post