৬৯৯৯ টাকায় TECNO Spark Go 2, আজ থেকে Flipkart-এ প্রথমবারের মতো বিক্রি শুরু

টেকনোর নতুন বাজেট ফোন Spark Go 2 আজ দুপুর ১২টা থেকে Flipkart-এ প্রথমবারের মতো বিক্রির জন্য উন্মুক্ত হচ্ছে। iPhone 16-এর ডিজাইন দেখে চোখ ধাঁধিয়ে যেতে পারে, কিন্তু এই ফোনের দাম শুনলে অনেকেই চমকে যাবেন মাত্র ৬,৯৯৯ টাকা। বাজেট সেগমেন্টে এমন চেহারা আর ফিচারের মেলবন্ধন বেশ বিরল।



এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক? নো নেটওয়ার্ক কমিউনিকেশন টেকনোলজি মানে, নেটওয়ার্ক না থাকলেও কিছুক্ষণের জন্য কথা বলা যাবে। জরুরি সময়ে এই ফিচারটা কার্যত জীবনরক্ষক হয়ে উঠতে পারে।

দাম, অফার আর কালার অপশন

TECNO Spark Go 2 শুধুমাত্র ৪GB RAM আর ৬৪GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। দাম ৬,৯৯৯ টাকা, আর প্রথম সেলেই থাকছে একাধিক অফার। Axis Bank-এর ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে ৫% ক্যাশব্যাকPaytm UPI-এর মাধ্যমেও মিলছে ক্যাশব্যাক। ইএমআই অপশনও রয়েছে—সোজা কিস্তিতে কিনে ফেলা যায়।

ফোনটি আসছে চারটি দারুণ রঙে Ink Black, Titanium Grey, Turquoise Green আর Veil White। দুপুর ১২টা থেকে Flipkart-এ শুরু হবে বিক্রি, যারা কিনতে চান, আগে থেকেই তৈরি থাকুন।

কী কী থাকছে ফোনে?

ফোনটির সবচেয়ে আলোচনাযোগ্য ফিচার নো নেটওয়ার্ক কলিং সুবিধা। বিপদের সময় একটু হলেও যোগাযোগ রাখা সম্ভব হবে। 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে-তে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল, সবই হবে বেশ স্মুথ।

iPhone 16 থেকে অনুপ্রাণিত ডিজাইন, সঙ্গে ডাইনামিক পাঞ্চ-হোল ডিসপ্লে দেখতেই একেবারে প্রিমিয়াম ফিল দেয়। ভেতরে রয়েছে Unisoc T7250 চিপসেট, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট দ্রুতগতির।

র‍্যাম ৪GB হলেও ভার্চুয়াল RAM ব্যবহার করে একে ৮GB পর্যন্ত বাড়ানো যাবে। ৬৪GB স্টোরেজ যথেষ্টই, তবে প্রয়োজনে মাইক্রোএসডি ব্যবহার করা যাবে।

ক্যামেরায় রয়েছে ১৩MP রিয়ার ক্যামেরা আর ৮MP ফ্রন্ট ক্যামেরা, যা দিনের আলোতে চমৎকার ছবি তোলে। ফোনটিতে ৫০০০mAh ব্যাটারি আছে, সঙ্গে ১৫W ফাস্ট চার্জিং যেটা এক দিনের বেশি ব্যাকআপ দেয় বলে দাবি।

Wi-Fi, Bluetooth, GPS, ৩.৫mm হেডফোন জ্যাক, USB Type-C, AI ভাষা সাপোর্ট সবকিছু মিলিয়ে TECNO এই বাজেটে একটা চমৎকার প্যাকেজ দিচ্ছে, তাও আবার একেবারে আপডেটেড Android ভার্সনে।

Previous Post Next Post