ট্রাম্পের নতুন বিল ঘিরে চাপে ভারত, রাশিয়ার তেল কিনলেই লাগবে ৫০০% ট্যারিফ

ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনার কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট যেভাবে নীতি বদলে ফের রাজনীতির ময়দানে সক্রিয় হচ্ছেন, তাতে শুধু আমেরিকা নয়, বিশ্বের অনেক দেশকে ভাবতে হচ্ছে। এবার তাঁর সবুজ সংকেত দেওয়া এক নতুন বিল নিয়ে সরব ওয়াশিংটন, যার প্রভাব ভারতেও পড়তে পারে আর তাও আবার বেশ বড় আকারে।



কী আছে ওই বিলে?

দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ট্রাম্প এক নতুন বিলের খসড়া অনুমোদন করেছেন, যা কার্যকর হলে রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস কেনা দেশগুলিকে দিতে হতে পারে ৫০০ শতাংশ হারে আমদানি শুল্ক। সোজা কথা, যারা রুশ জ্বালানি কিনছে, তাদের ওপর কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ভাবনা চলছে।

বিলটি আপাতত অপেক্ষমাণ। গ্রাহামের ভাষায়, যদি ভবিষ্যতে রাশিয়া ইউক্রেনের ওপর আবার কোনও রকম সামরিক বা কূটনৈতিক চাপ বাড়ায়, তাহলেই বিলটি চালু হয়ে যাবে। অর্থাৎ, পরিস্থিতি যেদিকে যাবে, আমেরিকার পদক্ষেপও সেভাবে বদলাবে।

ভারতের জন্য কী বিপদ?

এই ঘোষণায় সবচেয়ে বেশি ধাক্কা খেতে পারে ভারত ও চীন। কারণ, রাশিয়ার আন্তর্জাতিক শক্তি রপ্তানির বড় ক্রেতা এই দুই দেশ। আনুমানিক ৭০ শতাংশ রাশিয়ান তেল ও গ্যাসের খরিদ্দার তারা। ফলে ৫০০ শতাংশ ট্যারিফ চাপলে ভারতে জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

এর পেছনে যুক্তি কী?

সিনেটর গ্রাহামের মতে, এই বিল আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে ফেরানোর কৌশল। একইসঙ্গে ট্রাম্পের হাতে কিছুটা কূটনৈতিক চাপ তৈরির সুযোগও রাখছে। তবে একটা বিষয় পরিষ্কার যদি বিলটি কংগ্রেসে পাস হয়েও যায়, ট্রাম্প চাইলে তা কার্যকর করবেন কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত তাঁর হাতেই থাকবে।

এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেল, গ্যাস, এমনকি ইউরেনিয়াম রপ্তানিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর তাই এমন একটি পদক্ষেপ নিলে তার ঢেউ ভারতীয় অর্থনীতি থেকেও স্পষ্ট অনুভব করা যাবে। সবমিলিয়ে, ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে ভারতকে এখন থেকেই কৌশল ঠিক করা শুরু করতে হবে না হলে চাপে পড়তে হতে পারে ভবিষ্যতে।

Previous Post Next Post