চীনে সফলভাবে আত্মপ্রকাশের পর এবার ভারতে পা রাখতে চলেছে Vivo-র নতুন ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 5। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই ফোনটির ভারতীয় বাজারে আসা নিয়ে টিজার প্রকাশ করা হয়েছে। যদিও নির্দিষ্ট লঞ্চ তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে খুব শিগগিরই তারও আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ইঙ্গিত মিলেছে।
ভারতে Vivo X Fold 5 পাওয়া যাবে Flipkart ও Vivo-র নিজস্ব অনলাইন স্টোরে। এর ফলে আগ্রহী ক্রেতারা অনলাইনেই ফোনটি অর্ডার করতে পারবেন।
এবার আসা যাক ফোনটির মূল আকর্ষণগুলোর দিকে। প্রথমেই ব্যাটারি এই ফোল্ডেবল ডিভাইসে থাকছে 6000mAh ক্ষমতার বিশাল ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শুধু তাই নয়, 40W ওয়্যারলেস চার্জিংও থাকবে এতে, যা এখনও অনেক প্রিমিয়াম ফোনে দেখা যায় না।
ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। পেছনে থাকছে তিনটি 50 মেগাপিক্সেল সেন্সর একটি মেইন, একটি আল্ট্রা-ওয়াইড, এবং একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেলফির জন্য রয়েছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ডিসপ্লের কথাও আলাদা করে বলতে হয়। ভেতরের স্ক্রিনটি 8.03 ইঞ্চির 2K+ AMOLED LTPO প্যানেল, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 4500 নিটস। বাইরের স্ক্রিনটিও কম নয় 6.53 ইঞ্চির AMOLED ডিসপ্লে, সেটাও একই উজ্জ্বলতা এবং রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ভিতরের হার্ডওয়্যারের দিকে তাকালেও ফোনটি একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের। এতে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট, সঙ্গে Adreno 750 GPU। RAM পাওয়া যাবে সর্বোচ্চ 16GB পর্যন্ত, আর স্টোরেজ থাকবে 1TB পর্যন্ত অর্থাৎ কাজের কোনও সীমাবদ্ধতা নেই বললেই চলে।
অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 15 ভিত্তিক Origin OS 5। নিরাপত্তার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে দেওয়া হয়েছে IP5X/IPX8/IPX9/IPX9+ রেটিংস এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
সব মিলিয়ে, Vivo X Fold 5 ভারতে যারা প্রিমিয়াম ফোল্ডেবল ফোন খুঁজছেন, তাদের জন্য এক সম্ভাবনাময় অপশন হতে চলেছে। তবে দাম কত রাখা হবে, সেটাই এখন বড় প্রশ্ন।